‘শিরদাঁড়া বিক্রি না করার পুরস্কার..,’ বাংলা হান্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফুঁসে উঠলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী

বাংলা হান্ট ডেস্কঃ তারিখ পে তারিখ নয়, এক্ষেত্রে বদলি পে বদলি। ফের একবার বদলির কোপে আর জি কর (RG Kar) আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Doctor Subarna Goswami)! তবে এ নতুন কিছু নয়, এই নিয়ে নিজের ২১ বছরের চাকরি জীবনে ১৪ বার আর বর্তমান সরকারের আমলে অষ্টমবার বদলি হলেন ডাক্তারবাবু। বর্তমানে পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে কর্মরত ছিলেন তিনি। এবার পাঠানো হল পাহাড়ে।

RG Kar কাণ্ডে প্রতিবাদের জেরেই বদলি! চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Doctor Subarna Goswami)

বুধবার স্বাস্থ্য দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তাঁকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে বদলির কথা জানানো হয়েছে। দ্রুত সেই পদে যোগ দেওয়ার নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, আরজি কর ঘটনায় আওয়াজ তুলেছিলেন চিকিৎসক। তারই ‘উপহার’ এই বদলি? অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু যাকে বদলি করা হল সেই চিকিৎসক সুবর্ণ গোস্বামী কী মনে করছেন? বাংলা হান্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

ঠিক কী বললেন চিকিৎসক?

“বদলি আমার কাছে নতুন নয়, বর্তমান সরকারের আমলে এই নিয়ে আমার অষ্টমবার আমার বদলি হল। আমাদের বদলিযোগ্য চাকরি। যে কোনো জেলাতেই চাকরি করতে যেতে কোনো সমস্যা নেই। কিন্তু যে জায়গাতে বদলি করা হয়েছে সেই পোস্টটা হচ্ছে আমার থেকে লোয়ার রাঙ্কয়ের পোস্ট। সেই হাসপাতালে কোনো সেরম রোগীও থাকেনা। অর্থাৎ কাজ না করার একটি পোস্টে আমাকে বদলি করা হল।”

তিনি আরও বলেন, “এই বদলিটা রুটিন বদলি হিসেবে দেখতে পারছি না কারণ শাসক ঘনিষ্ট চিকিৎসকেরা গত ১৫ বছর ধরে একই জায়গাতে রয়েছে। নিজেদের পছন্দের পোস্টিং-এ। আর আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমরা যারা অভয়া আন্দোলনে সামনের সারিতে থেকেছি তাদের নানা ভাবে হয়রান করা হচ্ছে। কখনও মিথ্যা অভিযোগে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, কখনও মেডিক্যাল কাউন্সিলকে দিয়ে থানাতে অভিযোগ করানো হচ্ছে, আর কখনো বদলি করা হচ্ছে।”

WhatsApp Image 2025 03 20 at 14.37.54

আরও পড়ুন: ৮  মাস পার! RG Kar কাণ্ডে ফের হাই কোর্টে তিলোত্তমার পরিবার, কী দাবি?

প্রতিবাদী চিকিৎসকের কথায়, “শাসক হয়তো ভাবছে এই ভাবে আমাদের স্পিরিটটা দমিয়ে ফেলবে। কিন্তু তা হবে না। অনাচারের বিরুদ্ধে আন্দোলন, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোড়ালো হবে, তা জারি থাকবে। বর্ধমানে থাকি বা দার্জিলিংয়ে যদি দুর্নীতি বা অনাচার দেখি তাহলে একই ভাবে সরব হব। এটা শিরদাঁড়া বিক্রি না করার স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে দেখছি।” আর জি করের সাথে এই বদলির যোগ আছে? উত্তরে চিকিৎসক বলেন, “তাই তো দেখছি। ঘটনাক্রম তাই দেখাচ্ছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর