রামদেবের বিরুদ্ধে প্রতিবাদে সরব চিকিৎসকরা, ১ লা জুন নিতে চলেছে এক বড় পদক্ষেপ

বাংলাহান্ট ডেস্কঃ খারাপ সময় যেন কিছুতেই কাটতে চাইছে না, আরও বেশি করে বিবাদে জড়িয়ে পড়ছেন রামদেব (ramdev)। অ্যালোপ্যাথি (allopathy) চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পর এবার, ১ লা জুন কালাদিবস পালনের (Black Day) ঘোষণা করলেন অ্যালোপ্যাথি চিকিৎসকরা।

নিজের জেদের বশে ক্রমশ যেন সমালোচনার জালে আরো নিজেকে জড়িয়ে ফেলছেন বাবা রামেদব। সম্প্রতি বাবা রামদেবের এক মন্তব্যে শোরগোল পড়ে যায় চিকিৎসা মহলে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি করা। চিকিৎসার নামে এর পেছনে তামশা করা হয়। শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়েই লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যর্থ হয়েছে করোনা যুদ্ধে। রোগের আসল কারণ অনুসন্ধান না করেই, চিকিৎসা করা হচ্ছে’।

ramdev

এখানেই শেষ নয়, রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরও আইএমএ’র (IMA) জাতীয় প্রধান ডা. জেএ জয়ালাল বলেছিলেন, ‘যোগগুরু রামদেবের সঙ্গে কোন ব্যক্তিগত সমস্যা নেই। শুধুমাত্র নিজের মন্তব্যগুলি প্রত্যাহার করে নিলেই, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে’।

কিন্তু তাতেও বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই যোগগুরু রামদেবের। মন্তব্য প্রত্যাহার তো দূরস্তর, অপর একটি ভিডিওতে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে প্রায় ২৫ টি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে গ্রেফতার করার ক্ষমতা কারো নেই’। শুধু তাই নয়, বলি অভিনেতা আমির খানের (aamir khan) একটি ভিডিও শেয়ার করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, ‘এই ‘মেডিকেল মাফিয়া’দের যদি ক্ষমতা থাকে তাহলে তাঁরা আমির খানের বিরুদ্ধেও মামলা করুক’।

এসবের মধ্যে থেকে ক্রমশ রামদেবের সমালোচনায় মুখর হয়ে উঠছে অ্যালোপ্যাথি চিকিৎসা মহল। এমনকি শনিবার ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাবা রামদেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলার কথাও ঘোষণা করা হয়। সেইসঙ্গে জানানো হয়, ১ লা জুন কালাদিবস পালনের (Black Day) ডাক দিয়েছেন অ্যালোপ্যাথি চিকিৎসকরা।


Smita Hari

সম্পর্কিত খবর