মৃগীরোগে আক্রান্ত হয়েই বাথরুমে পড়ে যান জুবিন, চিকিৎসা চলছে হাসপাতালে

বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালে ভর্তি জনপ্রিয় বলিউড গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। মাথায় গুরুতর চোট নিয়ে অসমের ডিব্রুগড়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় গৌহাটি। গায়কের শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর।

গত মঙ্গলবার রাতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান জুবিন। অচৈতন‍্য হয়ে পড়েছিলেন তিনি। সেদিন গভীর রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। ডিব্রুগড়ের সঞ্জীবনী হাসপাতালে ভর্তি রয়েছেন গায়ক। জানা যাচ্ছে, সিটি স্ক‍্যান করা হয়েছে জুবিনের। কয়েকটি সেলাইও পড়েছে মাথায়।

   

Zubeen
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন জুবিন। ওই রোগের প্রকোপেই বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। বুধবার রাতে গৌহাটির হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুবিনকে। তাঁর সিটি স্ক‍্যান বা এমআরআই রিপোর্টে চিন্তার কিছু মেলেনি বলেই খবর।

জুবিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড়ের জেলার ডেপুটি কমিশনারের কাছে মুখ‍্যমন্ত্রীর তরফে নির্দেশ আসে, জুবিনের চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয় সেদিকে নজর রাখতে।

জন্মসূত্রে অসমের গায়ক জুবিন গর্গ বলিউডেও নিজের ছাপ রেখেছেন। হিন্দিতে ইয়া আলি, দিল তু হি বাতা-র মতো গান এখনো জনপ্রিয়। বাংলাতেও একাধিক ছবিতে গান গেয়েছেন জুবিন। তার মধ‍্যে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির চোখের জলে, ‘বলো না তুমি আমার’ ছবির আয়না মন ভাঙা আয়না, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির পিয়া রে পিয়া রে, ‘পাগলু ২’ ছবির হাবুডুবু হাবুডুবু, ‘রোমিও’ ছবির মন তোকে দিলাম এর মতো অনেক গান সুপারহিট হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর