হু হু করে কমবে চিকিৎসার খরচ! আমজনতার মুখ চেয়ে এবার নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধ (Medicines) ছাড়া ডাক্তারবাবু (Doctors) লেখেন না! মাঝেমধ্যেই রোগী বা তাঁর পরিবার পরিজনদের মুখে এই অভিযোগ শোনা যায়। তবে এবার থেকে আর এমনটা হবে না। ওষুধ কোম্পানিগুলির অনৈতিক রমরমা কমাতে এবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর ফলে সার্বিকভাবে চিকিৎসার খরচও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

শীর্ষ আদালতে একটি আবেদন জমা পড়েছিল। সেখানে দাবি করা হয়, চিকিৎসকরা যাতে দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন, সেই জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি মোটা টাকা ঘুষ দিচ্ছে। এর ফলে হু হু করে বাড়ছে চিকিৎসার খরচ। সেই সঙ্গেই অনেক সময় বাড়তি ও প্রয়োজন নেই এমন ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। ফলে একদিকে যেমন রোগীদের মধ্যে ওষুধের প্রতি নির্ভরতা তৈরি হচ্ছে, তেমনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

এবার এগুলি রুখতেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিক্রম নাথের নির্দেশ, এবার থেকে কোনও ব্র্যান্ড নয়, চিকিৎসকদের শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে। ইতিমধ্যেই রাজস্থানে এই নিয়ম চালু হয়েছে। এবার গোটা ভারতে তা কার্যকর করার আহ্বান জানিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত। এই বিষয়ে বিচারপতি মেহতা বলেন, ‘গোটা দেশে যদি এই নির্দেশ কার্যকর হয়, তাহলে সেটা বিশাল পরিবর্তন এনে দেবে’।

আরও পড়ুনঃ ‘বেছে বেছে জবাব দেওয়া হবে, গোটা বিশ্ব ভারতের পাশে আছে’! কাশ্মীর-কাণ্ডে হুঙ্কার শাহের

জানা যাচ্ছে, আবেদনকারীরা আরও বেশ কিছু দাবি করেছিলেন। তাঁরা বলেন, ডাক্তারদের ‘ফ্রি উপহার’ দেওয়ার যে ধারা রয়েছে, সেটা বন্ধ করা উচিত। এহেন অনৈতিক কাজের জন্য ওষুধ সংস্থাগুলিকেও জবাবদিহি করতে হবে।

Supreme Court

এর আগের একটি শুনানিতে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী আদালতে বলেন, ডোলো ৬৫০ ওষুধ নির্মাণকারী সংস্থা কেবলমাত্র ডাক্তারদের ‘গিফট’ দেওয়ার জন্য ১০০০ কোটি টাকা খরচ করেছে! সংশ্লিষ্ট তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের একটি প্রেস বিবৃতির উদ্ধৃতিতে তুলে ধরা হয়। সব সওয়াল জবাব শোনার পর কেবলমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আদালত জানায়, ‘এটি আবেদনকারীর আবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইতিমধ্যেই রাজস্থানে নির্দেশ জারি হয়েছে, প্রত্যেকটি চিকিৎসককে জেনেরিক ওষুধই (Generic Medicines) লিখতে হবে। কোনও সংস্থার নাম লেখা যাবে না। এভাবে বিষয়টির সমাধান হতে পারে’।

এই সিদ্ধান্ত কার্যকর করা হলে ভারতের ওষুধ খাতে বড়সড় বদল আসবে বলে অনুমান করছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা। সেই সঙ্গেই চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা, চিকিৎসার খরচও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X