আরজি কর পরবর্তী অধ্যায়ে বড় উদ্যোগ অভিষেকের! কী করতে চলেছেন তৃণমূল সাংসদ?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর বাংলা জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আন্দোলনে নেমেছিলেন সাধারণ মানুষরাও। এই নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে চিকিৎসক সমাজের একটা ‘দূরত্ব’ তৈরি হয়েছে বলে মনে করছিলেন অনেকে। এই আবহে সামনে আসছে বড় খবর! চিকিৎসক সমাজের সঙ্গে ‘সেতুবন্ধনে’র ক্ষেত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

  • ডাক্তারদের সঙ্গে ‘দূরত্ব’ কমাতে নয়া উদ্যোগ অভিষেকের (Abhishek Banerjee)?

আগামী ৩০ নভেম্বর আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে চিকিৎসকদের একটি সামিট আয়োজিত হতে চলেছে। ‘ডক্টরস সামিট ২০২৪’ নামক সেই অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে তৃণমূল (Trinamool Congress) সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ উপস্থিত থাকবেন বলে খবর। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই কর্মসূচির ডিজিটাল প্রচারপত্র ছড়িয়ে পড়েছে। সেখানে অভিষেকের নাম রয়েছে।

অনেকের অনুমান, আরজি কর কাণ্ড (RG Kar Case) পরবর্তী সময়ে ডাক্তার সমাজের সঙ্গে ‘দূরত্ব’ কমানোর জন্য এই কর্মসূচি। তাৎপর্যপূর্ণভাবে ওই সামিটের ডিজিটাল প্রচারপত্রে প্রচারক হিসেবে যে দু’জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে একজন হলেন রাজ্যসভার প্রাক্তন জোড়াফুল সাংসদ শান্তনু সেন। আরজি কর কাণ্ডের আবহে দলের অন্দরে তাঁর ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃণমূলের মুখপাত্রের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই শান্তনুর নামই দেখা যাচ্ছে ওই সামিটের প্রচারকের জায়গায়।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ডাক্তারের রহস্যমৃত্যু! CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা! করা হল এই ‘বিশেষ’ আর্জি

রিপোর্ট বলছে, অভিষেকের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য শিবির হবে। ১ মাস ধরে তা চলবে। রোজ ১০০টি করে শিবির হবে বলে খবর। সেখানে যে ডাক্তারদের থাকার কথা, তাঁদের নিয়েই আগামী ৩০ নভেম্বর বৈঠক হবে। প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। আমজনতা যাতে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা পায়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

Abhishek Banerjee Doctors Summit 2024

এদিকে ডাক্তারদের নিয়ে এহেন বৈঠক কিংবা এমন কর্মসূচিতে এর আগে অভিষেককে (Abhishek Banerjee) যোগ দিতে দেখা যায়নি। শুধু তাই নয়! এর আগে এত বড় করে এমন কর্মসূচি হয়েছে বলেও অনেকের মনে পড়ছে না। আরজি কর কাণ্ডের পরবর্তী সময়ে এই উদ্যোগকে তাই কেউ কেউ ‘আলাদা’ ভাবে দেখছেন। যদিও অনেকে আবার বলছেন, আরজি কর কাণ্ড কিংবা তারপর হওয়া চিকিৎসক আন্দোলনের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর