ঠেলার নাম বাবাজি! চাপে পড়ে পিছু হঠল রাজ্য! চিকিৎসকদের নিয়ে নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (R G Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় (Doctor Rape and Murder Case) উত্তাল বাংলা। ক্ষোভের আগুনের আঁচ চড়িয়েছে গোটা দেশে। প্রতিবাদ চলছে দেশের বাইরেও। যা নিয়ে যথেষ্টই ব্যাকফুটে রাজ্য সরকার।

চিকিৎসকদের নিয়ে নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের (Health Department)

‘তিলোত্তমা’ কাণ্ডে মূল অপরাধীদের শাস্তির দাবিতে দিকে দিকে চলছে চিকিৎস, তারকা, সাধারণ মানুষদের বিক্ষোভ, আন্দোলন। শহরের বুকে নারকীয় এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে শাসকদল। বিরোধীদের পাশাপাশি মমতা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে খোদ দলেরই একাধিক নেতা। বিচার চেয়ে পথে সাধারণ মানুষের ঢল। যা নিয়ে বিড়ম্বনা বাড়ছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।

ওদিকে আরজি কর নিয়ে যখন চিকিৎসক মহল থেকে শুরু গোটা রাজ্য ফুঁসছে, আন্দোলনে নেমেছে ঠিক সেই সময় দেখা যায় হঠাৎই রাজ্যের ৪৩ জন চিকিৎসকের অন্যত্র বদলির (Doctors Transfer) নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এই খবর সামনে আসতেই ক্ষোভ আরও বাড়তে থাকে সাধারণ মানুষের।

আর জি কর কাণ্ডে আন্দোলনের জেরেই ওই সকল চিকিৎসকদের রাজ্য বদলি করার সিদ্ধান্ত নেয় বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে। যদিও রাজ্য তরফে জানানো হয়, দুমাস আগে এই বদলির প্রক্রিয়া শুরু হয়েছিল। এ রুটিন বদলি ছাড়া আর কিছুই নয় বলে দাবি করে স্বাস্থ্য ভবন। যদিও একদিন যেতে না যেতেই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়।

mamata swasthya bhavan

আরও পড়ুন: আসছে ৮ম পে কমিশন! কতটা বাড়বে ন্যূনতম বেতন, পেনশন? সরকারি কর্মীদের জন্য বড় খবর

শুক্রবার সরকার তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গতকাল তা প্রত্যাহার করে নেয় স্বাস্থ্য ভবন। এই বিষয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, বিতর্ক না বাড়িয়ে বর্তমানে পরিষেবা প্রয়োজন রয়েছে। সেই কারণে বদলির নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর