বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ সংগঠন (WHO) করোনা (Corona) কে মহামারি ঘোষণা করে দিয়েছে। দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৬ হয়েছে। দিল্লী, উত্তর প্রদেশ আর মধ্যপ্রদেশ সমেত অনেক রাজ্য আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল আর কলেজে ছুটি ঘোষণা করে দিয়েছে। সরকার করোনার কারণে সেনায় আগামী এক মাসের জন্য ভর্তি স্থগিত রেখেছে। করোনা থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক কান্ট্রি (SAARC) গুলোকে একসাথে মিলে রণনীতি বানানোর আবেদন করেছেন।
আর এরই মধ্যে গোটা বিশ্বে মহামারি হয়ে যাওয়া করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের একটি ইতিবাচক পদক্ষেপ সঞ্জীবনী বুটি প্রমাণ হতে পারে। জয়পুরে ভারতীয় ডাক্তাররা করোনায় আক্রান্ত ইতালি থেকে আসা দম্পতিদের রেট্রোভাইরাল ওষুধ দিয়ে সফল চিকিৎসা করেছে। যদিও এখনো পর্যন্ত ওষুধের প্রভাবের পরীক্ষা চলছে, ফলাফল যদি আশানরুপ হয় তাহলে মহামারি করোনার বিরুদ্ধে এটাই ভারতের সঞ্জীবনী ফর্মুলা হবে।
গোটা বিশ্বের প্রতিটি দেশ এখনো পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে বিফল হয়েছে, কিন্তু মোদী সরকারের এই উদ্যোগ যদি কাজ করে তাহলে ভারতের দেখানো রাস্তায় হেঁটে করোনা ভাইরাসের চিকিৎসা খুঁজে পাবে গোটা বিশ্ব। উল্লেখ্য, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার সময় এটার সঙ্কেত পাওয়া গেছে যে HIV এর চিকিৎসার ব্যবহৃত কিছু ওষুধ করোনায় আক্রান্তদের উপর কাজ করবে।
ইতালি থেকে ভারতে আসা দম্পতিদের চিকিৎসায় লোপিনাবির আর রেট্রোভাইরাল কম্বিনেশন এর ওষুধের ব্যবহার করা হয়েছে। এই দম্পতি জয়পুরে আসার পর চিকিৎসায় তাঁদের শরীরে করোনা ভাইরস পাওয়া গেছিল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (Indian Council Of Medical Research) অনুযায়ী, ১৪ দিনের চিকিৎসার পর দম্পতির শারীরিক অবস্থার উন্নতি ঘটে।