খেলতে খেলতে রিমোটের ব্যাটারি গিলেছিল ছোট্ট শিশু, অসাধ্য সাধন করলেন চিকিৎসকরা

বাংলাহান্ট ডেস্ক : “ডাক্তার মানে সেতো মানুষ নয়, আমাদের চোখে সেতো ভগবান…” চিকিৎসকদের সম্বন্ধে আমাদের প্রত্যেকের মনে প্রথম এই লাইনগুলোই আসে। ঈশ্বর ছাড়া যদি কেউ আমাদের প্রাণে বাঁচাতে পারেন তিনি হলেন একজন চিকিৎসক। সম্প্রতি ২ বছরের এক শিশুর প্রাণ রক্ষা করে সেই কথাই নতুন ভাবে প্রমাণিত করলেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, খেলার ছলে ২ বছরের একটি শিশু রিমোট এর ব্যাটারি গিলে ফেলেছিল। অবশেষে চিকিৎসকদের প্রচেষ্টায় অস্ত্রোপচারের সাহায্যে সেই ব্যাটারি বের করে প্রাণে বাঁচানো গেল শিশুটিকে। কেরলের তিরুঅন্তপুরমের ঘটনা। ২ বছর বয়সী ঋষিকেশ রবিবার বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলায় ব্যস্ত ছিল। কাছেই ছিল তার বাবা-মা। কিন্তু বাবা-মার অন্যমনস্কতার সুযোগ নিয়ে শিশুটি গিলে ফেলে রিমোটের একটি ব্যাটারি।

এরপরই শুরু হয় শ্বাসকষ্ট। শিশুটির বাবা-মা বিপদ বুঝে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যায় স্থানীয় একটি হাসপাতালে। কিন্তু পরিকাঠামোর অভাবে তাকে রেফার করা হয় এনআইএমএস হাসপাতালে। শিশুকে দেখার পর অবস্থার গুরুত্ব বুঝতে পারেন চিকিৎসকেরা। তড়িঘড়ি তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। এরপর শিশুটিকে অজ্ঞান করা হয়। তারপর শিশুটির পাকস্থলী থেকে এন্ডোস্কোপির সাহায্যে ব্যাটারিটি বের করে আনা হয়।multipurpose remote control batteries 914 w300

হাসপাতালের চিকিৎসক জয়া কুমার বলেছেন, উদ্ধার হওয়া ব্যাটারিটি ৫ সেন্টিমিটার লম্বা ও ১.৫ সেন্টিমিটার চওড়া। ব্যাটারিটি পাকস্থলীতে গিয়ে আটকে যায়। এরপর ২০ মিনিটের চেষ্টায় সেটি বার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ব্যাটারিটি যদি শিশুটির শ্বাসনালী কিংবা অন্যান্য অংশে গিয়ে জমা হত তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আপাতত ছোট্ট ঋষিকেশ সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে সূত্রের খবর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর