অবসরের পর কি কি সুযোগ সুবিধা পান রাজ্যপাল? তালিকা শুনলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যপাল! নিয়মতান্ত্রিক প্রধান তিনি। পাশাপাশি রাজ্যপাল ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের ও ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। রাজ্যপালের (Governor) নিয়োগ হয় দেশের রাষ্ট্রপতির হাত ধরে। এবং তার কার্যকালের মেয়াদ হয় ৫ বছর। নিয়মতান্ত্রিক প্রধান সম্পর্কে অনেকেরই জ্ঞানের পরিধি মাত্র এত টুকুই। তবে এমন অনেক অজানা বিষয় রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। এই যেমন অবসরের (Retirement) পর পেনশন (Pension) পান তারা? চলুন জেনে নি।

রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান তিনি, তাকে নিয়ে মানুষের মনে বিস্তর কৌতূহল। রাজ্যপাল পদ অত্যন্ত বড় ও সম্মানের। সেই পদে থাকাকালীন খুব ভাল সাম্মানিক পান রাজ্যপাল। জানিয়ে রাখি, মাসে গভর্নর সাড়ে তিন লক্ষ টাকা বেতন হিসেবে পান। শুধু যে মোটা অংকের বেতন পান তেমনটা কিন্তু নয়, যে রাজ্যপাল যে রাজ্যের দায়িত্বে থাকেন তাকে বসবাসের জন্য পেল্লায় প্রাসাদপম বাসস্থান প্রধান করা হয়।

এছাড়াও হাজারো সুযোগ-সুবিধা পান গভর্নর। গভর্নর অফিসে থাকাকালীন চিকিৎসা সংক্রান্ত সুবিধা, ভ্রমণ সুবিধা, যাতায়াত ভাতা, ফোন কল বিল এবং বিদ্যুৎ বিল, বাসস্থানের বিভিন্ন সুবিধার জন্য বিভিন্ন ধরনের ভাতা ইত্যাদি পান। প্রসাদের মতো থাকার জায়গার পাশাপাশি তার সেবার জন্য বহু চাকর-কর্মচারীও পান রাজ্যপাল।

১৯৮২ সালের গভর্নরের (অনুমোদন ভাতা ও সুযোগ-সুবিধা) আইন অনুযায়ী, ৫ বছর নিজের পদে থাকাকালীন কোনোভাবেই রাজ্যপালের সুযোগ-সুবিধা কমানো বা বন্ধ করা যাবে না। তবে প্রশ্ন হল, গভর্নরের মেয়াদ পূর্তির পরও কি তারা এসব সুবিধা পেয়ে থাকেন?

rajbhavan

কোনো রাজ্যপাল অবসর গ্রহণের পর সরকার আর তাকে কোনও বাসস্থানের ব্যবস্থা করে দেয় না। পাশাপাশি অবসরের পর সরকার রাজ্যপালকে কোনও পেনশন বা ভাতাও দেয় না। এক মাত্র চিকিৎসা সংক্রান্ত ভাতাই তারা পেয়ে থাকেন। বাকি সব তাদের নিজেদের টাকাতেই চালাতে হয়। তবে এটা খুবই আশ্চর্যের বিষয় যে, অবসরের পর যেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ বিধায়ক পর্যন্ত পেনশন পেয়ে থাকেন, সেখানে রাজ্যপাল এক পয়সাও পান না।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর