আপনার স্মার্টফোন কি 5G নেটওয়ার্ককে সাপোর্ট করে? খুব সহজেই জেনে নিন এভাবে

   

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের স্বাধীনতার দিবসের (Independence Day) দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) “5G যুগ”-এ প্রবেশের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন যে, ভারতে শীঘ্রই 5G মোবাইল পরিষেবা শুরু হতে চলেছে। পাশাপাশি, তিনি আরও বলেন এখন হল ভারতের “Techade”। অর্থাৎ, বর্তমানে সবক্ষেত্রে উন্নয়নের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হবে।

এছাড়াও তিনি জানান, ২০২৬ সালে দেশে স্মার্টফোনের চাহিদা ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৪০০ মিলিয়ন ডিভাইসে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৩০০ মিলিয়ন। এমতাবস্থায়, 5G পরিষেবা চালু হওয়ার পর এই চাহিদা আরও বাড়তে পারে। শুধু তাই নয়, হাই-স্পিড গেমিং এবং রিমোট হেলথ কেয়ারের মতো অ্যাপ্লিকেশনের কারণে 5G সবচেয়ে দ্রুত গৃহীত মোবাইল প্রযুক্তি বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, OnePlus, OPPO, Realme, Samsung এবং Vivo-র মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলি 5G-কে অগ্রাধিকার দিচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি আপনার বর্তমান স্মার্টফোনটি 5G সাপোর্ট করে কিনা তা পরীক্ষা করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। এই সহজ পদক্ষেপগুলির সাহায্যে আপনি বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

কিভাবে ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট চেক করবেন: এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে “Wi-Fi & Networks” অপশনে ক্লিক করার পর “Sim & Networks” অপশনে ক্লিক করতে হবে। একদম শেষে আপনি “Preferred Network Type” অপশনের অধীনে সমস্ত নেটওয়ার্কের একটি তালিকা দেখতে পাবেন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন 5G সমর্থন করে সেক্ষেত্রে সেটি 2G/3G/4G/5G হিসাবে তালিকাভুক্ত আকারে নেটওয়ার্কগুলিকে দেখাবে।

99832 5g

সম্প্রতি 5G স্পেকট্রাম নিলাম করা হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই টেলিকমিউনিকেশন বিভাগ ভারতে 5G স্পেকট্রামের নিলাম সম্পন্ন করেছে। যেখানে Jio 24,740MHz 5G স্পেকট্রাম, Airtel 19867.8MHz স্পেকট্রাম এবং Vi 3300MHz স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। এর জন্য Jio, Airtel, Vi এবং আদানি ডেটা নেটওয়ার্ক সর্বমোট ১৭,৮৮৬ কোটি টাকা দিয়েছে। এমতাবস্থায়, ওই অর্থ প্রদানের কয়েকদিন পর, টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টেলিকম অপারেটরদের ভারতে 5G-ভিত্তিক পরিষেবা চালু করার জন্য প্রস্তুত হতে বলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর