রাতে কুকুর কাঁদার কারন জানলে অবাক হবেন আপনিও !

বাংলাহান্ট ডেস্কঃ মাঝরাতে কুকুরের চিৎকার খুবই সাধারণ বিষয়। যদিও এই চিতকারে ভয় পান শিশু থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত। কিন্তু কেন মাঝরাতে কুকুর চিৎকার করে তার সঠিক কারন জানেন কি? জেনে নিন এখানে এমনিতে কুকুর সুনামি,ভুমিকম্প জাতীয় বিপর্যয় আগে থেকে বুঝে নেয়, তবে এখনও কুকুর কাঁদার বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। অনেকের ধারনা, মনোযোগ কাড়ার জন্যই রাতে কুকুর কেঁদে ওঠে। সমীক্ষায় দেখা গেছে, নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে। পুরনো এলাকায় প্রতি একটা ভালবাসা থেকে যায়। সেই হতাশা থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে। অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে। পুরানেও কুকুরের সাথে

অনেকের মতে কুকুরের চিত্‍কার কারও আসন্ন মৃত্যুর সংকেত দেয়। আবার অনেকে বলেন আশপাশে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সেটার উপস্থিতি টের পায় কুকুররা। তাই তাদের কাছেপিঠে আত্মা ঘুরে বেড়ালেই কুকুর নাকি কাঁদতে শুরু করে।  বলা হয় যখন কোনো এলাকায় কারোর মৃত্যু হয়, তা আগে থেকেই বুঝতে পেরে চিৎকার করতে থাকে কুকুর।

main qimg 3edd5c519f39cc224ddffeee9ab30964

আবার অনেকেই মনে করেন রাতের অন্ধকারে কোনো কিছুতে ভয় পেয়ে কুকুর কেঁদে ওঠে।

আবার মানুষের মত কুকুরেরও সঙ্গীর অভাব হতে পারে মন খারাপের কারন। অনেকের মতে সেই মন খারাপ থেকেই কেঁদে ওঠে কুকুর

আবার বিজ্ঞানের মতে কুকুরের কাঁদা আসলে কুকুরের ডাক। এভাবে শব্দ করে অন্যান্য কুকুরের কাছে তার বার্তা পৌঁছে দেয় কুকুরটি। একই সাথে এভাবে ডেকে সে জানায় তার অবস্থানও।

আবার অনেকেই মনে করেন পুরোনো কোনো চোট আঘাত বা শারিরিক কোনো কষ্ট থেকেও কেঁদে ওঠে কুকুর। আবার অচেনা কোনো কুকুর বা বিপদ চলে এলে কুকুর ডাকে। যাকে আমরা কুকুরের কান্না ভেবে ভয় পাই।

 


সম্পর্কিত খবর