বাংলাহান্ট ডেস্কঃ রোজানা কতই না কাণ্ড ভাইরাল ( Viral ) হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ( Social Media )। কখনও মানুষের নানান কীর্তি, তো কখনও পুশুপাখিদের কাণ্ডকারখনা। যা দেখে নেট জনতাদের হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তো কখনও থমকে যায় চোখের পাতা। এমনই নানান ছবি থেকে ভিডিও ( Video ) সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখে ইদানিং সময় কাটাতে ব্যস্ত হয়ে ওঠে নেটিজেনরা।
সম্প্রতি তেমনই এক মজাদার ছবি ভাইরাল ( Image Viral ) হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিতে দেখা যাচ্ছে, একটি কুকুর ( Dog ) চোখে চশমা পরে বাবুর মত দোকানদারি করছে। যা দেখতে উপচে পড়ছে ভিড়। এই ঘটনা কোরিয়ার। সেখানকার স্থানীয় এক বাজারে গোটা একটা দোকান একাই সামলাচ্ছে একটি পোষ্য কুকুর। যার নাম ইয়ং ( Young )।
এই ইয়ং-এর দোকানদারি নিয়ে আপনার মনে হয়তো নানান প্রশ্নের জন্ম দিতে পারে। সব প্রশ্নের জবাবে বলা যায়, এই ইয়ং-কে হালকা নজরে দেখা একদমই উচিত নয়। কারণ তার দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে যদি কেউ টাকা না দিয়ে বা তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে, ইয়ং ডাকতে থাকে অনবরত । এমনকি উদ্যত হয় কামড়ে দিতে।
তবে শুধুমাত্র দোকানদারি করাই ইয়ং-এর সখ নয়। সুযোগ পেলে বা ছুটির দিনে ইয়ং বাইকে করে ঘুরতে খুবই পছন্দ করে। তাই তো তাকে মালিকের বাইকে প্রায়ই ঘুরতে দেখা যায়। মনে রাখবেন কোরিয়ার ( Korea ) ওই স্থানীয় বাজারে ইয়ং-কে তার দোকানদারির জন্য সবাই একনামে চেনে।
এসবের পাশাপাশি ইয়ং তার বাচ্চার উপরও মায়ের দায়িত্ব সমানভাবে পালন করে চলেছে, সবকিছুর মধ্যেও সে তার বাচ্চার জন্য সময় বার করে তার সাথে খেলায় মত্ত থাকে। ইয়ং-এর এহেন কাণ্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটিজেনরা করতে থাকে ইয়ং-এর শুভকামনা।