বাংলা হান্ট ডেস্ক : আজকের দিনে সোশ্যাল মিডিয়া (Social Media) এক বড় প্লাটফর্ম। বিনোদন তো বটেই পাশাপাশি দেশ বিদেশের খবরাখবরের জন্যেও সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে মানুষ। এইসব ভাইরাল ভিডিও (Viral Video) কখনও আমাদের হাসায় তো কখনও আবার ভাবতে বাধ্য করে। আবার অনেক সময় এমনও ভিডিও চোখের সামনে আসে যা দেখে কাঁদতে থাকি আমরা।
সম্প্রতি এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে হাসতে হাসতে নেট নাগরিকদের পেটে খিল পর্যন্ত ধরে যাওয়ার জোগাড়। কুকুর আর মহিষের এমন বিরল বন্ধুত্ব দেখলে হাসি তো পাবেই। ভিডিওটি তুমুলভাবে ভাইরাল-ও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এমনিতে কুকুরের বন্ধুত্বপূর্ণ আচরণের কথা সকলেই জানেন। মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব কম নয়। অন্যান্য প্রাণীদের সঙ্গেও সদ্ভাব বজায় রাখে এই প্রাণীটি। তবে এবার যেটা ভাইরাল হয়েছে সেটা সত্যিই কল্পনাতীত। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, মহিষের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে কুকুরটি।
সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি মহিষ রাস্তা পার হচ্ছে। আর তাদের উপর চেপে রয়েছে একটি কুকুর। মহিষের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে এটা স্পষ্ট যে, কুকুরটিকে পিঠে চাপিয়ে ঘোরাতে তার যেন কোনও আপত্তিই নেই। আর কুকুরটিও রাজার মত মহিষের পিঠে চড়ে বেড়াচ্ছে। ভিডিওটি সামনে আসতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
हर कुत्ते का दिन आता है ये सुना था
आज देख भी लिया😂😂😂 pic.twitter.com/9gkjq54vsn— Shaziya chaudhary (@pchaudhry__) July 26, 2023
সম্প্রতি ভিডিওটি শেয়ার করা হয়েছে @PCaudhry_ নামের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘এতদিন শুনতাম, প্রত্যেকটা কুকুরের দিন আসে। আজ, তা দেখলাম।’ ইতিমধ্যেই প্রায় ৭ লাখের মত মানুষ ভিডিওটি দেখে নিয়েছে। ৭ হাজারেরও বেশি মানুষের রিয়েকশন পড়েছে ভিডিওটিতে।