Dog Trainer: চাকরি করেও টাকায় পোষাচ্ছে না, শিখে নিন এই কোর্স, মাসে মাসে আয় করবেন লাখ লাখ টাকা, গ্যারান্টি লস হবে না!

বাংলাহান্ট ডেস্ক: আমরা জীবনে সকলেই একটু ভালো খেতে চাই, ভালো থাকতে চাই, ভালো ভেবে বাঁচতে চাই। এটাই তো জীবনের মৌলিক অধিকার। তা নাহলে মানুষ এতো কষ্ট করছে কি করতে। কিন্তু দেখা যায় চাকরি করেও যতটা উপার্জনের প্রয়োজন (Dog Trainer) ততটাও উপার্জন করতে পারছেন না। ফলে জীবনের ইচ্ছা, স্বপ্নগুলিও বুনতে বুনতে না বোনার খাতায় যুক্ত হচ্ছে। কিন্তু কতদিনই বা এইভাবে চলা যায় বলুন। তাই সকলে এক্সট্রা ইনকামের কথা ভাবেন। কিন্তু এদিকে চাকরি করে এসে আর এক্সট্রা ইনকাম করবেন সেই সময়ও নেই। তাহলে আপনাদের জন্য রইল আজকের প্রতিবেদনটি।

কিভাবে অতিরিক্ত উপার্জন করবেন:

একটি ছোট্ট কোর্স করে নিতে পারলেই আপনার জীবনের চলার পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে। পাশাপাশি, অফিসের মাইনের ভরসাতেও বসে থাকতে হবে না। এই কোর্সের মাধ্যমে আপনি মাস গুনেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর এই ইনকামের জন্য আপনাকে হতে হবে সার্টিফায়েড ডগ ট্রেনার ( Dog Trainer )। আর এই ডগ ট্রেনার ( Dog Trainer ) হতে গেলে আপনাকে শিখতে হবে ডগ ট্রেনিং কোর্স। এই কোর্স আপনি অনলাইন, অফলাইন দুই মাধ্যমেই শিখতে হবে।

Dog Trainer

কতদিনের এই কোর্স, কেমন কি খরচা করতে হবে: এই কোর্সের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর জন্য আপনাকে বেশি সময় দিতে হবে না। স্বল্প সময়ের মধ্যেই আপনি ডগ ট্রেনার ( Dog Trainer ) কোর্স শিখতে পারবেন। এমনকি আপনি যদি চাকরিও করেন তার পাশাপাশি এই কোর্সটি করে নিতে পারেন। একবার পারদর্শী হয়ে উঠলেই আপনার লাভের লাভ হওয়ার যোগ তৈরি হয়ে গেলো।

আরো পড়ুন : জল্পনাই হল সত্যি! অধিনায়ক রোহিত শর্মা হলেন “আউট”, অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

এমনকি এর জন্য আপনাকে খুব বেশি টাকাও খরচা করতে হবে না। এই কোর্সের ট্রেনারদের মতে, ডগ ট্রেনিং কোর্সের জন্য ১৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা খরচ করতে হবে। আর এই কোর্স করতে সময় লাগবে দু’সপ্তাহ থেকে তিন মাস অবধি। এরপর আপনি হয়ে গেলেন একজন সার্টিফায়েড ডগ ট্রেনার ( Dog Trainer )। এরফলে আপনার এক্সট্রা টাকা ইনকামের পথও পাকাপাকিভাবে খুলে গেলো।

আরো পড়ুন : ভাঙল তিলোত্তমার মূর্তি! রাতের অন্ধকারে দ্রোহের গ্যালারিতে যা হল … জোর শোরগোল!

স্বল্পদিনের এই কোর্স আপনাকে লাখপতি করে ছাড়বে। কারণ এই কোর্সের চাহিদা আজ আমাদের দেশে প্রচুর। কারণ বর্তমানে প্রায় ঘরে ঘরেই কুকুর পোষা রয়েছে। ফলে তাদের প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এই প্রশিক্ষণের জন্য আপনাদেরকেই প্রয়োজন হতে পারে। শুধু ঘরের কুকুরই নয় পাশাপাশি বিভিন্ন ডগ স্কোয়াডেও আপনাকে ট্রেনার হিসেবে নিযুক্ত করতে পারে। এতে করে আপনার আয়ের বিভিন্ন উৎস তৈরি হয়ে গেলো।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর