ভোটার কার্ডে মানুষের বদলে কুকুরের ছবি, গুরুতর অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: ভোটার কার্ডে নাম ভুল আসা কোনও নতুন কথা নয়। কিন্তু এমন কখনও শুনেছেন ভোটার কার্ডে নিজের ছবির বদলে কুকুরের ছবি এসেছে? কোনও গল্প নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। উত্তর বঙ্গের এক ব্যক্তির ভোটার কার্ডে তাঁর নিজের ছবির বদলে কুকুরের ছবি এসেছে। এর দায়ে নির্বাচন কমিশনকে আদালতে তোলার হুশিয়ারি দিয়েছেন ওই ব্যক্তি।

সুনীল কর্মকার নামে ওই ব্যক্তি তাঁর সংশোধিত ভোটার কার্ডটি পেয়েছেন মঙ্গলবার। ভোটার কার্ডে সব তথ্যই সঠিক ছিল। শুধু তাঁর নিজের ছবির বদলে এসেছিল একটি কুকুরের ছবি। সুনীলের কথায়, তাঁর ভোটার কার্ডে ছবি ভুল থাকার বিষয়টা ইচ্ছাকৃতভাবে হোক বা ভুল করে হোক, এর জন্য তাঁকে অনেকের কাছে হাসির পাত্র হতে হয়েছে। নির্বাচন কমিশনকে আদালতের দ্বারস্থ করারও হুশিয়ারি দিয়েছেন তিনি। যে নির্বাচন আধিাকরিক সুনীলের কার্ডটি সংশোধন করেছেন তিনি জানান, এই ভুলটা আগেই চোখে পড়েছিল তাঁদের। কিন্তু ভুলটা কীভাবে শোধরানো যায় তা তাঁরা বুঝতে পারছিলেন না।

Online Voter ID Card Kaise Banaye 1

তিনি আরও জানান, ভোটার কার্ডটি প্রিন্টের আগেই এই ভুলটি চোখে পড়েছিল তাঁর। কিন্তু শোধরানোর পরেও কীভাবে ওই ছবিটাই থেকে গেল তা বুঝতে পারছেন না তিনি। ওই নির্বাচন আধিকারিকের কথায়, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব নিয়ে মানুষের ভয়ের মধ্যেই এই ভুলটি ধরা পড়েছে।

 

গত কয়েক মাসে ২২টি বিধানসভা ক্ষেত্র থেকে নতুন ভোটার সহ ৮৩০০ লক্ষ মানুষ ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়েছেন। জেলা প্রশাসন সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করে দিয়েছে আর কোনও ভোটার কার্ডে সমস্যা না থাকে। এই ভুলের জন্য ভোটার কার্ড নির্মাতা কর্মচারীদের শোকজের নোটিশও দেওয়া হয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর