বাংলা হান্ট ডেস্ক : কুকুরের ঘ্রাণশক্তি খুবই প্রখর হয়- এই বাক্যটির সঙ্গে আমরা খুবই পরিচিত। আমাদের সমাজে বিভিন্ন কাজে তাই কুকুর খেয়ে ব্যবহার করা হয়, কোনো অপরাধ ঘটলে অপরাধীকে সনাক্ত করার জন্য পুলিশ কুকুরকে ব্যবহার করে তাই কুকুর আধাসামরিক বাহিনীর অন্যতম যোদ্ধা হিসেবে পরিচিত। তাই তো আধা সামরিক বাহিনীর রীতিমতো প্রশিক্ষণ দিয়ে কুকুরদের প্রশিক্ষিত করে তোলেন। তাঁরা সর্বদা আধা সামরিক বাহিনীদের সঙ্গ দেয় এবং বিভিন্ন কাজে তাদের সাহায্য করে।
ভারতের আধাসামরিক বাহিনীর হাতে তেমন অনেকগুলো কুকুর রয়েছে। সম্প্রতি ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তেমনই সাতটি কুকুরের অবসর অনুষ্ঠানে পালন করা হল। দিল্লি মেট্রো স্কোয়াডের দায়িত্বে থাকা এই কুকুরগুলিকে সম্মানের সঙ্গে বিদায় জানানো হল। সম্প্রতি দিল্লি মেট্রোর সিআইএসএফ ইউনিটের তরফে দীর্ঘ আট বছর ধরে কর্মে নিযুক্ত থাকা কুকুরদের অবসর অনুষ্ঠানে পদক এবং শংসাপত্র দেওয়া হয়, সম্প্রতি সিআইএসএফের তরফে টুইটারে সৈনিক কুকুরদের অবসর নেওয়ার ছবি শেয়ার করেছে।
Born as a dog, retired as a soldier…
A Farewell ceremony for 07 #K9 members of #CISF organised @ CISF Unit DMRC Delhi. They were handed over to NGO @Friendicoes_DEL, New Delhi. Thank you for your services ! pic.twitter.com/3h1fREZz5s— CISF (@CISFHQrs) November 19, 2019
একই সঙ্গে টুইটারে তাদের প্রতি কুর্নিশ জানিয়েছে আধা সেনা দল। উল্লেখ্য দেশের ইতিহাসে এই প্রথম অবসরপ্রাপ্ত কুকুর সৈনিকদের জন্য অনুষ্ঠানের আয়োজন করল ইউনিট। জানা গিয়েছে এর পর কুকুরগুলিকে দিল্লির একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। যারা কুকুরদের বিভিন্ন কার্যকলাপে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে।
অনেক সময় দেখা যায় কাজ থেকে অবসর নেওয়ার পর তাঁদের কোনও জায়গায় প্রহরা বাড়ির কাজ দেওয়া হয়। উল্লেখ্য, কয়েক দিন আগে এমনই কর্তব্যরত এক কুকুরের কর্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যেখানে, মুম্বইয়ের একটি স্টেশনে যাত্রীদের সতর্ক করার ভূমিকায় দেখা গিয়েছিল একটি কুকুরকে।
মাইকে অ্যানাউন্স হলেও যে সমস্ত যাত্রীরা রেল লাইন পারাপার করে রেল লাইনের উপর দিয়ে হাটে কিংবা ঝুলন্ত অবস্থায় ট্রেনে যাতায়াত করে তাদের সতর্ক করাই তাঁর কাজ।