বড়দিনের বড় উৎসব আর সেখানে শান্তির বার্তা দিতে গোটা বিশ্ব এক জায়গায় হয়েছে। আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে চীন,চীন থেকে ভারত প্রত্যেকটি দেশ এই বড়দিনের শুভেচ্ছা বার্তা হিসেবে গ্রহণ করেছে। এমন দিনে সমস্ত মানুষ যেন এক সূত্রে নিজেদের শান্তি প্রতিষ্ঠা করতে পারে তার জন্যই প্রার্থনা করে সকলে।
এর মধ্যেই দলাই লামার (Dalai Lama) একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে বির্তকের অবসান অবশ্য তিনি নিজেই করে দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। তবে তিনি যে সমস্ত তার পার্শ্ববর্তী দেশগুলোর ওপর একটা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে তা সমস্ত রাষ্ট্রই জানে।
আধ্যাত্মিক গুরু দলাই লামা। তিনি বলেছেন, “আমাদের আছে সত্যের শক্তি। চিনের কমিউনিস্টদের হাতে আছে বন্দুক।”বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধ বাস করেন চিনে। সেখানকার মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন, আমরা যে বৌদ্ধধর্মের অনুশীলন করি, তাই সঠিক।”
তিনি বলেন, “আপনারা আমার পুনর্জন্ম নিয়ে বড় বেশি আলোচনা করছেন। আমার এখন ৮৪-৮৫ বছর বয়স। আমার শরীর যথেষ্ট ভাল আছে। এখনই আমার পুনর্জন্ম নিয়ে চিন্তা করছেন কেন?” এছাড়া তিনি বলেছেন তার পরবর্তী প্রজন্মকে নিয়ে চিন্তা করবার এত প্রয়োজন নেই। তবে শুধু একটি দেশ নয় সমস্ত দেশ গুলো এমনকি রাষ্ট্রসংঘ সে বিষয়ে যেন হস্তক্ষেপ করে তাও তিনি সকলের নজরে এনেছেন।