দিঘায় ডাঙায় উঠল ডলফিন, বাঁচাতে প্রাণপন প্রচেষ্টা পর্যটকের! ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ সবাই

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বাঙালির কাছে অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন দীঘা। শীত-গ্রীষ্ম-বর্ষা, সব ঋতুতেই পর্যটকদের হটলিস্টে থাকে এই সৈকত নগরী। দীঘা মানেই শুধু সমুদ্র নয়, সমুদ্রের তীরের সৈকত পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। ভোরবেলা সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যার মাতাল হাওয়া, সৈকতে বসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা।

তবে সোমবার দুপুরে হৈ হৈ কান্ড দীঘার উদয়পুর বিচে। একটি জীবন্ত ডলফিনের দেখা মিলল দীঘার (Digha) সৈকতে। সেই ডলফিন দেখতে পর্যটকদের ভির উপচে পড়ল।তবে এবার মানবিকতার দিক ফুটে উঠল দীঘার সৈকতে। সেলফি তুলে বা ডলফিনটিকে উত্যক্ত না করে এক পর্যটক সেটিকে কোলে তুলে নিয়ে বাঁচালেন প্রাণ।

   

আরোও অনেক : চরম দুঃসংবাদ! এবার আরও কঠিন হয়ে যাবে লোন নেওয়া! কড়া নিয়ম আনল RBI

সূত্রের খবর, সোমবার দুপুরে একটি জীবন্ত ডলফিন দীঘার উদয়পুর বিচে ঢেউয়ের সাথে ভেসে আসে। সৈকতে জল না থাকায় ওই ডলফিনটি ছটফট করতে থাকে। ডলফিনটি আছড়ে পড়তেই সেখানে ভিড় জমান পর্যটকরা। সেই ভিড়ের মধ্যে থেকে এক পর্যটক ডলফিনটিকে বাঁচানোর জন্য উদ্যোগী হন। সঙ্গে সঙ্গে তিনি সেটিকে কোলে করে নিয়ে ছোটেন সমুদ্রের দিকে।

ওই পর্যটক সমুদ্রের ঢেউ ভেঙে কিছুটা এগিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়ে আসেন ডলফিনটিকে। ওই পর্যটক যদি এই উদ্যোগ না নিতেন তাহলে প্রাণ সংশয় হতে পারত ডলফিনটির। এভাবে জীবন্ত ডলফিন সাধারণত সৈকতে দেখা যায় না। এই ঘটনাকে বিরল বলাই চলে। তাই আজ দুপুরে যে পর্যটকেরা দীঘার সৈকতে উপস্থিত ছিলেন তারা এই ডলফিনটিকে দেখে আনন্দ উৎসাহিত হয়ে ওঠেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর