বাংলাহান্ট ডেস্ক : ডলারের (Dollar-Indian Rupee) তুলনায় রুপির লাগাতার পতনের পর সোমবার অবিশ্বাস্য কামব্যাক করেছে রুপি। সপ্তাহের প্রথম দিনে ভালোই দাম বেড়েছে রুপির। অন্যদিকে ডলার সূচকে দেখা গিয়েছে নিম্নমুখী প্রবণতা। তবে ভারতের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপির পরিসংখ্যান অনেক ভালো দেখা গিয়েছে। তার ফলেই ডলারের (Dollar-Indian Rupee) বিপরীতে হু হু করে বাড়ছে টাকার দাম।
ডলারের (Dollar-Indian Rupee) তুলনায় বাড়ল টাকার দাম
প্রায় তিন সপ্তাহ আগে সর্বোচ্চ পতন হয়েছিল রুপির। তবে তারপর থেকে আর তার পুনরাবৃত্তি হয়নি। সোমবার বাজার খোলার শুরুতে ডলারের (Dollar-Indian Rupee) বিপরীতে ভারতীয় মুদ্রার দর ৯ টাকা বেড়ে পৌঁছায় ৮৭.২৮ এ। কারণ মার্কিন ডলার সূচক নেমে গিয়েছে নীচে। বিদেশি মুদ্রা ব্যবসায়ীদের মতে, বিদেশি পুঁজির বহির্গমন এবার বন্ধ হতে পারে। শুক্রবারে পাওয়া সরকারি তথ্য থেকে খবর, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে দেশের অর্থব্যবস্থায় ৬.২ শতাংশ বৃদ্ধি হয়েছে।
ডলার সূচকে কী বদল এল: মার্কিন শুল্কের কারণে অস্থিরতা অব্যাহত রয়েছে। এর ফলে যেমন অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তেমনি দেশীয় মুদ্রাতেও বৃদ্ধি দেখা গিয়েছে। তবে শুক্রবার ডলারের (Dollar-Indian Rupee) তুলনায় ভারতীয় মুদ্রা ১৯ টাকা কমে ৮৭.৩৭ এ বন্ধ হয়েছে বাজার। অন্যদিকে ডলার সূচক ০.৩৪ শতাংশ কমে ১০৭.১৯ এ ট্রেড করছে। গত সপ্তাহে ডলার (Dollar-Indian Rupee) সূচকে ০.৫৯ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। গত এক মাসে যেখানে ডলার সূচকে ১.৬২ শতাংশ পতন দেখা গিয়েছে, সেখানে তিন মাসে ডলার সূচক ০.৭৩ শতাংশ শক্তিশালী হয়েছে। চলতি বছরে ডলার (Dollar-Indian Rupee) সূচকে ১.১৬ শতাংশ পতন হয়েছে।
আরো পড়ুন : থানার সামনে ধর্নার পর এবার পুলিশের হাতেই আটক IIT বাবা! কারণটা জানলে চোখ উঠবে কপালে
কী বলছে তথ্য: উল্লেখ্য, আন্তর্জাতিক তেল বেঞ্চমার্ক ভবিষ্যৎ বাণিজ্যে ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৩.২৪ মার্কিন ডলারে (Dollar-Indian Rupee) পৌঁছেছে। দেশীয় ইকুইটি বাজারে ৩০ শেয়ারের BSE সূচক প্রাথমিক ভাবে ০.২৩ শতাংশ বেড়ে ৭৩,৩৬৫.৩৫ এ ট্রেড করছে। যেখানে নিফটি ০.৩১ শতাংশ বেড়ে ২২,১৯৪.৩৫ এ ছিল। রিপোর্ট বলছে, বিদেশি বিনিয়োগকারীরা শুক্রবার বাজারে ১১,৬৩৯.০২ কোটি টাকার ইকুইটি বিক্রি করেছে।
আরো পড়ুন : মানুষ নয়, শত্রুপক্ষের ঘুম উড়িয়ে এবার ভারতের হয়ে যুদ্ধ করবে রোবট! তৈরি হল নয়া ইতিহাস
শুক্রবার প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের শেষ তথ্য বলছে, গত ২১ শে ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার ৪.৭৫৮ বিলিয়ন ডলার (Dollar-Indian Rupee) থেকে বেড়ে ৬৪০.৪৭৯ বিলিয়ন হয়েছে। গত রিপোর্টিং সপ্তাহে ২.৫৪ বিলিয়ন ডলার কমে মুদ্রা ভাণ্ডার দাঁড়িয়েছে ৬৩৫.৭২১ বিলিয়ন ডলারে। শুক্রবার লং টার্ম লিকুইডিটির জন্য ১০ বিলিয়ন মূল্যের মার্কিন ডলার অদলবদল করে নিলামে বড় চাহিদা তৈরি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী ৪ এবং ৬ ই মার্চ হবে নিলাম।