‘আমি ভীষণভাবে পিছিয়ে…’, দীর্ঘদিনের অভিনয় জীবনে কীসের আক্ষেপ দোলন রায়ের?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের অত্যন্ত দাপুটে একজন অভিনেত্রী হলেন দোলন রায় (Dolon Roy)। সিরিয়ালের পাশাপাশি একসময় তিনি রাজত্ব করেছেন বাংলা  সিনেমার পর্দাতেও। অভিজ্ঞ এই অভিনেত্রী (Dolon Roy) অভিনয় জীবনের তুলনায় একটা সময় অনেক বেশি চর্চায় থেকেছে তাঁর ব্যক্তিগত জীবন। বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে’র সাথে অসমবয়সী দাম্পত্য জীবনের  জন্য একটা সময় লাগাতার কটাক্ষের মুখেও  পড়েছেন তিনি।

আক্ষেপের সুর দোলন রায়ের (Dolon Roy)

তবে নিন্দুকদের কোন মন্তব্যই আজ পর্যন্ত টলাতে পারেনি, দোলন-দীপঙ্করের সংসার। সময়ের সাথে সাথে ইদানিং অভিনয় করা অনেকটাই কমিয়ে দিয়েছেন দোলন রায় (Dolon Roy)। সংসার নিয়ে তৈরি হয়েছে তার একটা নিজস্ব জগৎ। কিন্তু দর্শকরা আজও দোলন রায়ের অভিনয় দেখার জন্য ব্যাপক আগ্রহী।

সকলেই জানতে চান আচমকা অভিনয় করা কেন কমিয়ে দিয়েছেন দোলন? এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন দোলন রায় নিজেই। এবিষয়ে বলতে গিয়েই অভিনেত্রীর গলায় ঝরে পড়েছিল একরাশ আফসোস। কোন ব্যক্তিগত কারণ সামনে না আনলেও ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা কিংবা কাজ পাওয়ার ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সবটাই এদিন স্পষ্ট করে জানিয়েছেন দোলন রায়।

আরও পড়ুন : ‘আর কবে?’র পর তালিকায় জুড়লো আরও এক প্রতিবাদী গান! এবার ঊষা উথ্থুপের কণ্ঠে ‘জাগো রে’

আসলে  সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার ধরণেও এসেছে আমূল পরিবর্তন। বিশেষ করে আজকালকার দিনে বাংলা সিরিয়ালের কাজ পেতে গেলে অনেক বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল  মিডিয়া। এই বিষয়ে অন্যান্যদের মতোই  একই ধারণা দোলন রায়ের। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এখন কাজ পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্যারামিটার হিসেবে কাজ করে।

Dolon

দোলন রায়ের কথায়, ‘বিশেষত, এই সিরিয়াল জগৎটা অনেক বেশি ডিরেক্টর বা পরিচালক নির্ভর ছিল। এখন সেটা পুরোটাই কর্পোরেট হয়ে গিয়েছে।’ তাই দোলন রায়ের দাবি এখন বাংলা সিরিয়ালে কাজ পেতে গেলে চ্যানেলের পছন্দ-অপছন্দ ওপর অনেকটা নির্ভর করে। অভিনেত্রীর কথায়, ‘বিশেষ করে, কোনও ছবি বা বিজ্ঞাপনের শুটের জন্য তাঁদেরকেই বাছা করা হয়, যাঁদের ফেসবুক-ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি। যেটাতে আমি ভীষণভাবে পিছিয়ে।’ প্রসঙ্গত এই অভিযোগ কিন্তু শুধুমাত্র দোলন রায়ের একার নয়। একই কথা বলে থাকেন অন্যান্য অভিনেত্রীরাও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর