করোনার কারণে কলকাতা থেকে এই ছয় শহরের বিমান পরিষেবা বন্ধ, দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ মহানগরীতে বর্ধিত করোনার মামলা দেখে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা (Kolkata) থেকে দিল্লী, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই আর আহমেদাবাদে যাওয়া সমস্ত বিমান বন্ধ করে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, কলকাতা বিমান বন্দর (Kolkata Airport) থেকে এই ছয়টি জায়গায় সমস্ত বিমান পরিষেবা ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক দুই সপ্তাহের জন্য ঘরোয়া ফ্লাইট বন্ধ করা পশ্চিমবঙ্গ সরকারের আবেদনকে স্বীকার করেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকে বলা হয়েছিল যে দিল্লী, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই আর আহমেদাবাদে এখন করোনার মামলা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এখন এই শহর গুলোয় যদি বিমান পরিষেবা চালু রাখা হয়, তাহলে রাজ্যে আক্রান্তদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রকে চিঠি লিখে দেশের প্রধান হটস্পট এলাকা গুলো থেকে রাজ্য পর্যন্ত আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করার আবেদন করেছিলেন।

জানিয়ে দিই, রাজ্যে এখনো পর্যন্ত ২০ হাজার ৪৮৮ টি মামলা সামনে এসেছে। আর এর মধ্যে ৬ হাজার ২০০ টি সক্রিয় মামলা। গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যে রিকভারি রেট বেড়ে ৬৬.২৩ শতাংশ হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর