বউ পেটানোর অভিযোগ ‘মিঠাই’ এর নায়কের বিরুদ্ধে, পালটা বিষ্ফোরক অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়াল (Hindi Serial) প্রেমীদের প্রিয় মেগা গুলোর একটা তালিকা করতে বসলে সেই লিস্টিতে শুরুর দিকেই নাম থাকবে ‘মিঠাই’ (Mithai) এর। হ্যাঁ, টিআরপির উত্থান পতন লেগেই রয়েছে, কিন্তু দর্শকরা যে মোদক পরিবারকে একেবারে বাতিলের খাতায় ফেলে দেয়নি তা বোঝা গিয়েছে মিঠাইয়ের দুরন্ত কামব্যাক দেখেই। কিন্তু আনন্দের মাঝেও একটি খবর কাঁটার মতো বিঁধে রয়েছে সিরিয়ালের দর্শকদের গলায়। গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছে মিঠাইয়ের অভিনেতার বিরুদ্ধে।

না, এখানে বাংলা মিঠাইয়ের কথা বলা হচ্ছে না কিন্তু। অভিযোগ উঠেছে হিন্দি মিঠাইয়ের বিরুদ্ধে। এতদিনে সকলেই জেনে গিয়েছেন, বাংলা সিরিয়ালটির বিপুল জনপ্রিয়তা দেখে অনেকদিন আগেই হিন্দি সহ আরো একাধিক ভাষায় রিমেক করা হয়েছিল মিঠাই এর। তার মধ্যে হিন্দি সিরিয়ালের ‘সিদ্ধার্থ’ চরিত্রের অভিনেতা আশিষ ভরদ্বাজের (Ashish Bhardawaj) বিরুদ্ধে উঠেছে অভিযোগ।

mithai hindi

অভিযোগ তুলেছেন আশিষের স্ত্রী কাজল চোনকার। মারধোর, মানসিক অত্যাচার, এমনকি গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এবার স্ত্রীর সমস্ত অভিযোগের উত্তর দিলেন আশিষ। পালটা স্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

আশিষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কাজল। এবার তার উত্তরে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন অভিনেতা। তাঁর দাবি, কাজলের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পুলিসের কাছে তিনি অভিযোগ করেছেন আশিষ নাকি বিয়ের প্রস্তাব দিয়ে তাকে ঠকিয়েছেন। কিন্তু আসল সত্যিটা হল, তাঁদের বিয়ে ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

mithai ashish

এরপরেই সর্বসমক্ষে স্ত্রীর মুখোশ খুলে দেন তিনি। পর্দার সিদ্ধার্থ জানান, তিনি যখনি কাজ করতে বেরোনোর তোড়জোড় করতেন তখনি কোনো না কোনো ভাবে তাঁকে আটকে দিতেন কাজল। এমনকি এর জন্য সমস্ত সীমা পার করার জন্যও তৈরি ছিলেন তাঁর স্ত্রী। আশিষের অভিযোগ, একবার তিনি অডিশন দিতে যাচ্ছিলেন। তাঁকে আটকানোর জন্য তাঁর মুখে খিমচে দিয়েছিলেন কাজল। তাঁকে পুলিসের ভয়ও দেখাতেন।

কাজলকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও মিথ্যে বলে দাবি করেছেন আশিষ। তাঁর স্ত্রী সম্পূর্ণ নিজের ইচ্ছায় গর্ভপাত করিয়ে এখন তাঁর ঘাড়ে চাপাচ্ছেন বলে দাবি আশিষের। অভিনেতার আক্ষেপ, পরিবারের বিরুদ্ধে গিয়ে কাজলকে বিয়ে করেছিলেন তিনি। আর এখন তাঁর জন্য নিজের কাজটাই করতে পারছেন না আশিষ।

Niranjana Nag

সম্পর্কিত খবর