বাংলা হান্ট ডেস্কঃ একজন কর্মীর কাছে সবচেয়ে বড় বিষয়টা হলো কাজ এবং সেই কাজের প্রতি নিয়মনিষ্ঠতা। একজন সৈনিক যেমন কোন পরিস্থিতিতেই নিজের কর্তব্য থেকে সরে দাঁড়ান না। এবার তেমনই এক সুন্দর উদাহরণ তৈরি করে সকলের নজর কাড়লেন ডোমিনোজ কর্মী শোভন ঘোষ। ডেলিভারি বয় হিসেবে সংস্থায় কাজ করেন শোভন। আপনার অর্ডার মত খাবার বাড়িতে পৌঁছে দেওয়াই তার কাজ। কিন্তু চূড়ান্ত কর্তব্যনিষ্ঠায় সংস্থান নজর কাড়লেন তিনিই। গত মঙ্গলবার একদিকে যখন বহুদিন পর ঝমঝমিয়ে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতাবাসী। তখনই কাজটা বড় কঠিন হয়ে ওঠে শোভনের মত ডেলিভারি বয়দের জন্য
সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমতে সময় লাগে না কলকাতায়। যাতায়াত করাই যখন রীতিমতো কঠিন শোভনদের কিন্তু ছুটি নেই। বৃষ্টি থামলেই বিদ্যার অপেক্ষায় থাকা কারোর জন্য রাস্তায় বেরিয়ে পড়তে হয় তাদের। তাতে পায়ের নিচে এক হাঁটু জল থাক কিংবা চারপাশে কবিদের আতঙ্কের বিপুল ভয়। পরিস্থিতি যাই হোক না কেন অর্ডার মতো ঠিকই খাবার ডেলিভারি করে যান শোভন। এবার তার এই অসামান্য কর্তব্যনিষ্ঠাকেই সম্মান জানালো ডোমিনোজ।
নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে এদিন শোভনের একটি ছবি শেয়ার করেছে তারা। যেখানে দেখা যাচ্ছে খাবার ডেলিভারির জন্য এক হাটু জলে দাঁড়িয়ে রয়েছে শোভন। এদিন ক্যাপশনে কোম্পানির তরফ থেকে লেখা হয়, “একজন সৈনিক কখনো তার কর্তব্যে ছুটি নেন না। আমাদের সেনারা আসেন নীল পোশাকে, কলকাতার ভারী বৃষ্টিতেও সকলের জন্য গরম ফ্রেশ এবং সুরক্ষিত খাবার পৌঁছে দেন।
তার এই অসামান্য কর্তব্যনিষ্ঠার জন্য আমাদের ডমিনোজ ফুড সোলজার সংস্থার পক্ষ থেকে শোভন ঘোষকে স্যালুট জানাই। যিনি নিশ্চিত করেছেন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনার কাছে খাবার ঠিকই পৌঁছে যাবে। এরাই আমাদের কোম্পানির আসল ব্র্যান্ড অ্যাম্বাসেডর।”
A Soldier is never off duty! Ours come in blue and deliver hot, fresh & safe meals powering through the rains of Kolkata! We salute the service of our #DominosFoodSoldier Mr Shovon Ghosh who ensured that our stranded customer received their food even in such adverse conditions! pic.twitter.com/0xc6yTvn0S
— dominos_india (@dominos_india) May 12, 2021
শুধু কোম্পানি নয় সাধারণ সোশ্যাল মিডিয়া নেটিজেনদের কাছেও তার এই কর্তব্যনিষ্ঠার জন্য যথেষ্ট সমাদৃত হচ্ছেন শোভন। আধঘণ্টার মধ্যে বাড়ির সামনে পিৎজা এসে না পৌছালে মাথা গরম হয়ে যায় আপনার-আমার অনেকেরই। হয়তোবা কেউ ভেবেও দেখি না এর পিছনে কতখানি পরিশ্রম থাকে শোভনের মত ডেলিভারিবয়দের। যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সবসময়ই রয়েছে রাস্তায়।