বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কে জড়ালেন এক তৃণমূল বিধায়ক। এবার প্রকাশ্য জনসমক্ষে দাঁড়িয়ে বিরোধী দলের নেতাদের হুমকি দিয়ে শিরোনামে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। এক কর্মিসভায় সরাসরি বিরোধী নেতাকর্মীদের হুমকি দিতে শোনা গেল তাঁকে।
শনিবার সন্ধ্যানাগাদ হাওড়ার জগদীশপুরের একটি কর্মিসভায় যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। সেখানেই পঞ্চায়েত ভোটের ব্যাপারে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই কর্মিসভার মঞ্চ থেকে প্রকাশ্য জনসমক্ষে তাঁকে বলতে শোনা যায়, ‘পঞ্চায়েত ভোটে যেন কোথাও বিরোধীরা প্রার্থী দিতে না পারে। প্রার্থী দিলেও যেন একটি ভোটও না পায় সেই ব্যবস্থা করতে হবে আপনাদের।’
বিধায়কের এহেন বক্তব্যকে যে খুব একটা সাদা চোখে দেখেনি বিজেপি তা বলাই বাহুল্য। বিজেপির দাবি, ‘আগের বারের মত এবারও পঞ্চায়েত ভোট বিরোধী শূন্য করতে চাইছে তৃণমূল। অবাধ নির্বাচন হলে শাসকদলের যে হার নিশ্চিত তা তারা জানে। তাই একের পর এক নির্বাচনকে প্রহসনে পরিনত করে ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল। মানুষ সবই দেখছে। সুযোগ পেলেই জবাব দেবে।’
ওই বিধায়কের এহেন মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য সাফাই দিয়েছে শাসকদল। তৃণমূলের এক মুখপাত্রের দাবি, ‘উনি ভুল কিছু বলেননি। সমস্ত রাজনৈতিক দলই চায় তাদের জনপ্রিয়তা এতটাই বেশি হোক যেন বিরোধীরা প্রার্থী খুঁজে না পায়। পরিষেবা দিয়ে মানুষের মন জয় করার কথা বলেছেন তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে।’ সব মিলিয়ে ওই বিধায়কের মন্তব্যে যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে তা বলাই
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার