বিদেশেও রঙের উৎসব, নাচের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসন্তকে স্বাগত জানালেন ডোনা গঙ্গোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: লন্ডনের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) যোগ নিবিড়। সেখানেই এখন পড়ছে মেয়ে সানা গঙ্গোপাধ‍্যায়। মেয়ের দেখভাল করার জন‍্য ডোনা গঙ্গোপাধ‍্যায়ও (Dona Ganguly) রয়েছেন লন্ডনে। এবার সেখানেই বসন্ত উৎসবের আয়োজন করলেন প্রখ‍্যাত ওড়িশি নৃত‍্যশিল্পী।

লন্ডনের হাই কমিশন অফ ইন্ডিয়া নেহরু ভবনে পালন করা হয়েছে বসন্ত উৎসব। সবটাই হয়েছে ডোনার তত্ত্ববধানে। সাদা পোশাকের সঙ্গে রঙিন ওড়না দিয়ে সেজে উঠেছিলেন ডোনা ও তাঁর ছাত্রছাত্রীরা। সঙ্গে কপালে অল্প আবিরের ছোঁয়া।

IMG 20220320 151016
তবে শুধুই নিজের ‘দীক্ষামঞ্জরী’ স্কুলের ছাত্রছাত্রীরা নয়। এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে যোগদানের স্বাধীনতা ছিল সকলেরই। কলকাতায় থাকলে যেমন ভাবে বসন্তকে আবাহন করতেন, বিদেশের মাটিতেও তেমন ভাবেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সৌরভ জায়া।

রাগ সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং হোলি বিষয়ক কিছু হিন্দি গানেও পারফর্ম করেন ডোনা ও তাঁর ছাত্রছাত্রীরা। ‘একি লাবণ‍্যে পূর্ণ প্রাণ’র সঙ্গেই বেজেছে ‘পিয়া সঙ্গ খেলো হোলি’ ও ‘মোহে রঙ্গ দো লাল’, ‘বলম পিচকারি’র মতো গানও।

dona3
ডোনা গঙ্গোপাধ‍্যায় জানান, কলকাতার পাশাপাশি লন্ডনেও তাঁর ছাত্রছাত্রী রয়েছে। এমনিতে তিনি কলকাতায় থাকলে অনলাইনেই ক্লাস করান। এই বসন্ত উৎসবে সেই সব ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেছিলেন। এছাড়াও বিদেশে থাকা কিছু প্রাক্তন ছাত্রছাত্রীরাও অ‌ংশ নিয়েছিলেন।

dona4
সৌরভ জায়া আরো বলেন, এতদিন করোনার জন‍্য অনলাইনেই ক্লাস করাতে হয়েছে। এখন করোনার আক্রমণ অনেকটাই কম। তাই নেহরু সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন। সকলেই খুব আনন্দ করেছেন বলে জানান ডোনা গঙ্গোপাধ‍্যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর