বাংলাহান্ট ডেস্ক : ডোনা গাঙ্গুলি (Dona Ganguly)। বাংলার মহারাজের অর্ধাঙ্গিনী তিনি। বাংলার দাদা সৌরভ গাঙ্গুলির স্ত্রী ছাড়াও আরও একটি বিশেষ পরিচয় রয়েছে ডোনা গাঙ্গুলির। সেই পরিচয়েই বাংলায় আজ সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় ডোনা। ওড়িশি নৃত্যে বিশেষ পারদর্শীতা রয়েছে সৌরভ জায়ার। দেশ বিদেশে বহু অনুষ্ঠান করে ইতিমধ্যেই সেই দক্ষতার পরিচয় রেখেছেন সৌরভ পত্নী।
বলা ভালো, সৌরভ গাঙ্গুলির সাফল্যের নেপথ্যের নায়িকা তিনি। আর আজ তার জন্মদিন (Birthday) বলে কথা! সেলিব্রেশন হবে না তা আবার হয় নাকি! সানা হোক বা স্বয়ং সৌরভ, বাড়ির সকলের জন্মদিন পালনে তিনি যেমন কোন ত্রুটি রাখেন না ঠিক তেমনই গঙ্গোপাধ্যায় পরিবারও তার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উদযাপনের বন্দোবস্ত করেছে।
আরোও পড়ুন : ১১০ বছর বয়সে প্রেম! কবরে যাওয়ার আগে হাঁটুর বয়সী মহিলার সঙ্গে চতুর্থ বিয়ে পাকিস্তানের চাচার
ডোনার জন্মদিনও তেমনই পরিবার ও কাছের মানুষদের ঘিরেই পালিত হয়েছে। জানা গিয়েছে, জন্মদিনের আগের রাতেই হয়ে গিয়েছে জমজমাট সেলিব্রেশন। শুধু তাই নয়, গত বৃহস্পতিবার থেকেই তার প্রাণের প্রিয় নাচের ক্লাস দীক্ষামঞ্জরীতে কেক কাটা শুরু হয়ে গিয়েছে। ডোনার কথায়, ‘যতগুলো ক্লাস হয় দীক্ষামঞ্জরীতে, ততগুলো কেক কেটেছি।’
বলা ভালো, কেক কাটতে কাটতে খানিক হাঁফিয়ে উঠেছেন তিনি। তবে, কেক কাটতে কাটতে হাঁফ ধরলেও যারা ডোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সকলকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন। ডোনা অবশ্য জানিয়েছেন, ‘কোনও প্ল্যান নেই। বাড়িতেই আছি।’ বন্ধুবান্ধবদের শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা যেন ভাসিয়ে দিচ্ছে তাকে।
আরোও পড়ুন : আর মিলবে না ট্রেনের টিকিট, বন্ধ হয়ে গেল কলকাতার এই বুকিং অফিস! সিদ্ধান্ত রেলের
জন্মদিনের আগের রাতে মন ভরে বিরিয়ানি খেয়েছেন। আর জন্মদিনের দুপুরের মেনুতে ছিল একেবারে সাদামাটা ঘরোয়া মেনু। ডোনা বলেন, ‘গতকাল একটু বিরিয়ানি খাওয়া হয়েছিল। আর আজ তো মঙ্গলবার। মা মঙ্গলচণ্ডীর আরাধনায় আজ নিরামিষ। তাও মা অনেক ভাজাভুজি করেছিল। আর সঙ্গে সুজির পায়েস। ব্যস এই আর কী। বাকি তেমন কিছুই নয়।’
এবছরের জন্মদিনে বিশেষ কী উপহার পেলেন ডোনা? বললেন, ‘প্রতি বছরই উপহার পাই। কেউ টাকা দেয়, কেউবা জামাকাপড় দেয়। আর মহারাজের দেওয়া বিশেষ উপহার। সেটা তো সবসময়ই স্পেশাল।’ এবছরেও ঘরণীকে বিশেষ উপহার দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডোনার কথায়, ‘দাদা ভালোবাসা ও শুভেচ্ছা দিয়েছে উপহার হিসেবে।’