যোগ্য সহধর্মিনী! সৌরভের মন্তব্যের পর এবার বেফাঁস ডোনা, যা বললেন শুনে ছি: ছি: করবেন!

বাংলাহান্ট ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার আরজিকর নিয়ে বেফাঁস স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বর্ধমানে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে মন্তব্য তিনি করেছেন তা নিয়েই শুরু হয়েছে চর্চা। কিছুদিন আগেই আরজিকর খুন এবং ধর্ষণের কাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে আমজনতার তোপের মুখে পড়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। এবার কার্যত একই পথে হেঁটে আবারো বেফাঁস মন্তব্য করে বসলেন ডোনা (Dona Ganguly)।

সৌরভের পর বেফাঁস ডোনা (Dona Ganguly)

সোমবার বর্ধমানের সংষ্কৃতি লোক মঞ্চে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। এদিন সাংবাদিকদেরও মুখোমুখি হন তিনি। ওঠে আরজিকর প্রসঙ্গ। আর তখনই এমন এক মন্তব্য করে বসেন ডোনা (Dona Ganguly) যা নিয়ে এখন সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

আরো পড়ুন : অশান্ত পরিস্থিতির মাঝেই কেরিয়ারে নেমে এল ‘কালরাত্রি’, হঠাৎ কী হল সৌমিতৃষার!

কী এমন বলেছেন সৌরভ জায়া

আরজিকরের ঘটনা এবং প্রতিবাদের ডাক নিয়ে এদিন ডোনা (Dona Ganguly) বলেন, ‘রেপ টেপ তো সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা আমাদের কাছে গর্বের বিষয়। বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে, এটা একটা বিশাল ব্যাপার’। এদিনের অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, আজ তাসের দেশ করছেন তাঁরা। সেটাও একটা প্রতিবাদ। খুব তাড়াতাড়িই জাস্টিস পাওয়া যাবে বলে আশাবাদী ডোনা (Dona Ganguly)।

আরো পড়ুন : মমতা গদি ছাড়লেই হবে পুজো! মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শ্রীলেখার

সৌরভ পত্নী এরপর আরো বলেন, ‘এতদিন মনটা দুঃখিত ছিল। এখন ভরা হল দেখে মনটা খুব আনন্দিত’। ডোনার এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কিছুদিন আগেই সৌরভের মন্তব্যে একই রকম সমালোচনায় মুখর হয়েছিলেন আমজনতা থেকে তারকারা। শেষমেষ ডোনার নাচের স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলেন সৌরভ।

Dona Ganguly

সম্প্রতি সৌরভ ফের মুখ খোলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে তিনি এখনি কিছু জানতে পারেননি। তবে অরাজনৈতিক ভাবে যেভাবে মানুষ পথে নেমেছে, তিনি চান যেন মেয়েটি সুবিচার পান। এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় যাতে উদাহরণ তৈরি হয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর