বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই সমালোচনার কেন্দ্রে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। আরজিকর কাণ্ডে বেফাঁস মন্তব্য করে নেটজনতার ট্রোলের মুখে পড়েছেন তিনি। পালটা নিজের বক্তব্য নিয়ে সাফাই দিয়েও বিশেষ লাভ হয়নি। আর এবার ফের আরো একটি কারণে চর্চায় উঠে এলেন ডোনা (Dona Ganguly)। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অদ্ভূত পোস্ট নজর কেড়ে নিল নেটিজেনদের।
ফেসবুকে এ কী পোস্ট করলেন ডোনা (Dona Ganguly)!
শনিবার রাতে হঠাৎই নেটজনতার নজর আটকায় ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) ফেসবুক প্রোফাইলে। প্রোফাইলের অদ্ভূত সব পোস্ট নিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয় গুঞ্জন। কোনো পোস্টে লেখা, ‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’। আবার কোনো পোস্টে লেখা, ‘বাগদাদ আন্তর্জাতিক সড়কে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে তোমাকে মিস করব বোন ডোনা’। সমস্ত পোস্টই অন্য ভাষায় করা হয়।
আরো পড়ুন : ‘পায়ে পড়ে কেঁদেছিলাম’, বিচ্ছেদের এত বছর পর আসল কারণ ফাঁস করলেন সৃজিত-স্বস্তিকা
প্রোফাইল হ্যাক ডোনার
এখানেই শেষ নয়, বেশ কিছু মহিলাদের অর্ধনগ্ন ছবিও পোস্ট করা হয় ডোনার (Dona Ganguly) প্রোফাইলে। অচিরেই বোঝা যায় যে প্রোফাইলটি হ্যাক করা হয়েছে। তড়িঘড়ি পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও ডিজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে যোগাযোগ করেন ডোনা (Dona Ganguly)। ঘন্টা কয়েক বাদে পুনরুদ্ধার করা হয় তাঁর ফেসবুক প্রোফাইলটি। আপত্তিজনক পোস্টগুলিও মুছে ফেলা হয় তারপরেই। আরজিকর কাণ্ডে বিতর্কের মাঝেই এই ঘটনা অস্বস্তি আরো বাড়িয়ে দিয়েছে সৌরভ জায়ার।
আরো পড়ুন : ‘রান্নাঘর হচ্ছে আর আমিই নেই’, কনীনিকা সঞ্চালক শুনে এ কী বললেন সুদীপা!
বিতর্কের কেন্দ্রে ডোনা
কিছুদিন আগেই আরজিকর কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন ডোনা (Dona Ganguly)। বর্ধমান লোক মঞ্চে অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন, ‘রেপ টেপ তো সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা আমাদের কাছে গর্বের বিষয়। বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে, এটা একটা বিশাল ব্যাপার’।
এই মন্তব্য নিয়ে সমালোচনা তীব্র হতেই পালটা সুর চড়ান ডোনা (Dona Ganguly)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, তিনি নিজে একজন মহিলা এবং একজন মেয়ের মা। তিনি পাগল নন যে ধর্ষণকে সমর্থন করবেন। নিজের মতো করে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দেওয়ার পরেও থামেনি তাঁকে নিয়ে সমালোচনা।