বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ শরীরেও দূর্গাপুজোর কার্নিভ্যালের জন্য নাচের মহড়া। নিজের কাজের একনিষ্ঠতা এবং ছাত্রছাত্রীদের অনবদ্য পারফর্ম্যান্সের জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। পুরস্কারদাতা রাজ্য সরকার। কিছুদিন আগেই এই ঘোষনায় কানাঘুঁষো শুরু হয়েছে বিভিন্ন মহলে।
একদিকে যখন বোর্ড সভাপতির পদ থেকে সৌয
রভ গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল উঠছে, ঠিক সে সময়েই সৌরভ জায়াকে বিশেষ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিষয়টা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ডোনা।
পুজোর সময়ে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর দুর্বল শরীরেই রেড রোডে কার্নিভ্যালের অনুষ্ঠানে নাচের মহড়া দিয়েছিলেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠাকে সম্মান জানাতেই এই বিশেষ সম্মানের আয়োজন।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে ডোনা বলেন, সম্মান বা পুরস্কার পেতে তো সবসময়ই ভাল লাগে। কারণ ভাল কাজ করেছেন বলেই পুরস্কার পাচ্ছেন। তবে ডোনা বলেন, কাজটা তিনি মন থেকেই করেন। পুরস্কারের লোভে নয়।
চলতি সপ্তাহের শনি ও রবিবার নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’এ বিশেষ অতিথির আসনে দেখা যাবে ডোনাকে। এ বিষয়ে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সৌরভের মতো এবার থেকে কি তাঁকেও নিয়মিত দেখা যাবে টিভিতে? উত্তরে ডোনা বলেন, নিয়মিত টিভির জন্য শুটিং করা অত্যন্ত সময় সাপেক্ষ। নিজের সংসার, নাচ শেখানো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। উপরন্তু সৌরভের কাজের ব্যস্ততার জন্য সংসারও তাঁকেই দেখতে হয় বলে জানান ডোনা।
বিগত বেশ কিছু দাদাগিরির সিজন সঞ্চালনা করে সৌরভ এখন প্রায় পোড় খাওয়া সঞ্চালক হয়ে উঠেছেন। কিন্তু স্বামীর থেকে টিপস নেননি ডোনা। বরং নিজের অভিজ্ঞতা থেকে ‘মহারাজ’ জানিয়েছিলেন, বেশ ধকল যাবে তাঁর। তবে শোতে বেশ উপভোগ করেছেন ডোনা।