‘পুজোর সময়ে কে অনুষ্ঠান বাদ দেবেন…’, লন্ডনে শো বাতিল হওয়া নিয়ে সাফাই ডোনার

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে প্রতিবাদের মাঝেই লন্ডনে বাতিল হয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নৃত্যানুষ্ঠান। একটি ইমেলের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে, কমিটির অনেক সদস্যের আপত্তিতে ডোনার (Dona Ganguly) শো বাতিল হয়েছে। যদিও এমনটা আরজিকর আবহে হয়েছে কিনা তা কোথাও লেখা না থাকলেও ডোনার (Dona Ganguly) বিতর্কিত মন্তব্যের কারণেই এমনটা হয়েছে বলে মত অনেকের। এবার এ বিষয়ে মুখ খুললেন সৌরভ পত্নী।

শো বাতিল হওয়া নিয়ে জবাব ডোনার (Dona Ganguly)

লন্ডনে মহালয়ার একটি অনুষ্ঠানে না করে দেওয়া হয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)। তবে বাদবাকি অনুষ্ঠান রয়েছে যেমন কে তেমন। শুধু বাতিল ডোনার (Dona Ganguly) অনুষ্ঠানই। যদিও এ বিষয়ে সৌরভ জায়া স্পষ্ট করেছেন পরিস্থিতি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, লন্ডনে তাঁদের চার পাঁচটা শো রয়েছে। এর মধ্যে প্রথমটাই শুধু হচ্ছে না। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী রোজই শো রয়েছে তাঁদের।

   

আরো পড়ুন : মেয়েদের মদ্যপানে আপত্তি নেই, তবে… মন্ত্রীর মন্তব্যের পালটা জবাব মমতা শঙ্করের

লন্ডনে বাতিল শো

ডোনার (Dona Ganguly) কথায়, পুজোর সময়ে কে সাংষ্কৃতিক অনুষ্ঠান বাদ দেবেন, কে নতুন জামা পরবেন না এসব নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপার। লোকজন যদি ভুল কথা বলতে পছন্দ করে তো কিছু করার নেই। সঙ্গে ডোনা (Dona Ganguly) এও স্পষ্ট করে দেন, কটা প্রোগ্রাম তাঁদের বাতিল হয়েছে ঠিকই, তবে তার মানে এই নয় যে সব বাতিল হয়ে গিয়েছে।

আরো পড়ুন : জমে যাবে শীতের সন্ধ্যা, ভারত কাঁপাবেন আন্তর্জাতিক শিল্পীরা, কবে, কোথায় কনসার্ট?

আরজিকর নিয়ে সরব ডোনা

ডোনা (Dona Ganguly) অবশ্য আগেই জানিয়েছিলেন, পুজোর সময়ে কোথাও শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান তিনি করতে চাইছেন না। আরজিকর আবহে দুর্গাপুজোর চারদিন তিনি এমন অনুষ্ঠান রাখতে চাইছেন যেখানে থাকবে প্রতিবাদ বা প্রার্থনা। সেটা কলকাতা হোক বা লন্ডন। তাই তাঁর দল দীক্ষামঞ্জরী করছে ‘তাসের দেশ’।

Dona Ganguly

প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত হয় ডোনার (Dona Ganguly) একটি মন্তব্য থেকে। বর্ধমানের সংষ্কৃতি লোক মঞ্চে নৃত্যানুষ্ঠানে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘রেপ টেপ তো সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা আমাদের কাছে গর্বের বিষয়। বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে, এটা একটা বিশাল ব্যাপার’। তবে তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক হওয়াতে ডোনা পরে বলেছিলেন, তিনি পাগল নন যে ধর্ষণকে সমর্থন করবেন। নিজের মতো করে তিনি প্রতিবাদ করেছেন।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর