বাংলা সফরে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর জন‍্য বিশেষ অনুষ্ঠানে নাচবেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: একগুচ্ছ কর্মসূচী নিয়ে রাজ‍্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দু দিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর মাঝেই এক ফাঁকে বাংলা সংষ্কৃতির উদযাপন করবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর জন‍্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সবথেকে বড় চমক থাকছে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) স্ত্রী ডোনা গঙ্গোপাধ‍্যায়ের (Dona Ganguly) নাচ।

প্রথমে শোনা গিয়েছিল, বুধবার রাতেই কলকাতায় পৌঁছাবেন অমিত শাহ। কিন্তু সূত্রের খবর বলছে, বৃহস্পতিবার সকালেই বাংলার মাটিতে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিন ধরে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলা জুড়ে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি। থাকছে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচী। বৃহস্পতিবার সকালেই হিঙ্গলগঞ্জে পৌঁছাবেন অমিত শাহ।

AS 1 2
সেখানকার কাজ সেরে যাবেন কল‍্যাণীতে। সেখানেও বেশ কিছু কর্মসূচী রয়েছে তাঁর। কল‍্যাণী থেকে অমিত শাহ সোজা পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগণার হরিদাসপুরের বি এস এফ ক‍্যাম্পে। তারপর মৈত্রী সংগ্রহশালার শিলান‍্যাসের পর জওয়ানদের সঙ্গেই দুপুরের খাওয়া সারতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরেই শিলিগুড়ি যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। সেখানেও জনসভা সহ বিএসএফের অনুষ্ঠানে যোগদানের মধ‍্যে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। সেসব সেরে ফের কলকাতা ফিরবেন অমিত শাহ। এদিন হোটেলে গেরুয়া শিবিরের বিধায়ক, সাংসদ সহ সমস্ত দলীয় সদস‍্যদের সঙ্গে একটি সাংবিধানিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।

সমস্ত রাজনৈতিক কর্মসূচী সারার পর একটি বিশেষ সাংষ্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। শুক্রবার সন্ধ‍্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে হবে সেই অনুষ্ঠান। অমিত শাহের পাশাপাশি অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসাবে থাকবেন রাজ‍্যপাল জগদীপ ধনখড়ও। এখানেই নৃত‍্য পরিবেশন করার কথা ডোনা গঙ্গোপাধ‍্যায়ের। থাকছে খাওয়া দাওয়ার বন্দোবস্তও।

উল্লেখ‍্য, এটা দলীয় নয় বরং সরকারি অনুষ্ঠান। তবে এর আগে বিজেপির অনুষ্ঠানেও ডোনার নাচ রাখা হয়েছিল। এবারেও সব ঠিকঠাক থাকলে শুক্রবার সন্ধ‍্যায় ভিক্টোরিয়ায় বসবে বিশেষ অনুষ্ঠান।


Niranjana Nag

সম্পর্কিত খবর