বিপাকে সৌরভ পত্নী ডোনা! সাইবার ক্রাইমের ফাঁদে পা, সিরিয়াস পোস্টে বেফাঁস ‘দাদা’

বাংলা হান্ট ডেস্ক: আচমকাই বিপাকে পড়লেন নৃত্যশিল্পী (Dancer) তথা সৌরভ (Sourav Ganguly) পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তবে সেটা ভার্চুয়াল জগতে। আচমকাই হ্যাক করা হয়েছে  ডোনার ফেসবুক প্রোফাইল (Facebook Profile)। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম প্রোফাইলে  সকলকে একথা  জানিয়েছেন খোদ নৃত্যশিল্পী নিজেই। সোশ্যাল মিডিয়ায় ডোনা গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘আমার ফেসবুক প্রোফাইল হ্য়াক করা হয়েছে, সতর্ক থাকুন।’

আর স্ত্রীর এই পোস্ট দেখেও কিন্তু রসিকতা করতে ছাড়েননি সৌরভ। তাই এই পোস্ট দেখে কমেন্ট সেকশনে রসিকতা করে মহারাজ লিখেছেন, ‘কিছুক্ষণের জন্য শান্তি।’ সৌরভের এই কমেন্ট দেখে না হাসি চাপতে পারেননি কেউই । তবে অনেকেই এবিষয়ে সৌরভকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

তবে এই অকারণ হেনস্থার কারণে কেউ কেউ আবার  দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া এদিন আরও একটা পোস্টে ডোনা লিখেছেন, ‘এই পেজে আমার এখন প্রবেশের কোনও অ্যাকসেসই নেই।’ এই মুহূর্তে স্বামী সৌরভ গাঙ্গুলি আর মেয়ে সানার সাথে সপরিবারে ইংল্যান্ডেই থাকেন ডোনা।

আরও পড়ুন: ‘নিশ্চয় খারাপ লেগেছে কারোর!’ গোরুর মাংস রান্না নিয়ে ক্ষমা চেয়ে কেঁদে ভাসালেন সুদীপা

যদিও সানা এই মুহূর্তে লন্ডনের বাসিন্দা। সেখানকারই এক নামি সংস্থায় চাকরি করেন তিনি। প্রসঙ্গত এদিন ফেসবুক পেজ হ্য়াকিং নিয়ে সতর্ক করার পর, ইংল্যান্ড থেকে ছবিও পোস্ট করেছেন নৃত্যশিল্পী। দিন কয়েক আগেই  সৌরভের সঙ্গে কেমব্রিজ থেকে সেখানকার বিখ্যাত বোট রাইড করার ছবি পোস্ট করেছিলেন ডোনা।যদিও সেই  এই ছবিতে বাবা-মায়ের সাথে দেখা যায়নি সানাকে।

dona 1

ডোনার শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে সৌরভের গায়ে ছিল নীল টিশার্ট, সঙ্গে জিন্স ও জ্যাকেট, আর মাথায় টুপি, আর চোখে কালো সানগ্লাস। আর ডোনার পরনে ছিল সাদা পোশাক। চোখেও ছিল ম্যাচিং কালো সানগ্লাস।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর