RG Kar প্রসঙ্গে ‘রেপ-টেপ’ মন্তব্যের জের! লন্ডনে বাতিল নাচের অনুষ্ঠান, কি প্রতিক্রিয়া ডোনার?

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই তুমুল ট্রোলড হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।  তারপরেই আরজিকরের ঘটনা প্রসঙ্গে ‘রেপ-টেপ’ মন্তব্য করে গোটা নাগরিক সমাজের ক্ষোভের মুখে পড়েন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly)। রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক সর্বোপরি একজন মহিলা হিসাবে ডোনার এমন মন্তব্য শুনেই ছি ছি পড়ে যায় চারদিকে।

লন্ডনে বাতিল ডোনার (Dona Ganguly) নাচের অনুষ্ঠান

এবার এই মন্তব্যের জেরেই সুদূর লন্ডনে বাতিল করা হল ডোনা গাঙ্গুলির (Dona Ganguly) নাচের অনুষ্ঠান। সম্প্রতি সেই অনুষ্ঠান বাতিলের একটি মেলের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, ‘আমাদের মহালয়া ইভেন্টর কিছু ক্ষেত্রে বদল আনা হয়েছে। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, একাধিক সদস্যের অনুরোধ ও তাঁদের আবেগকে মর্যাদা দিয়ে, বোর্ড অফ ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে, মহালয়ার ইভেন্ট থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচ বাতিল করা হবে।’

তবে সেইসাথে এদিন আরও জানানো হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বাকি অনুষ্ঠান একই থাকছে বলেই জানানো হয়েছে।

  • কি বলছেন ডোনা গাঙ্গুলি ?

অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে জানতে চেয়ে আনন্দবাজার অনলাইনের তরফে ডোনা গাঙ্গুলির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘একটি আয়োজক সংস্থা অনুষ্ঠান বাতিল করার কথা জানিয়েছে, আমরা সম্মত হয়েছি’।

আরও পড়ুন : ‘খোকাবাবুর প্রত্যাবর্তন!’ পুজোর বিজ্ঞাপনে অনির্বাণকে দেখেই শুরু ট্রোলিং

তবে আরজি কর কাণ্ডের জেরে রাজ্যের এমন সংবেদনশীল পরিস্থিতিতে আপাতত লন্ডনে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশনা করতে চাইছেন না তিনি বা তাঁর দল। তাই দুর্গাপুজোর এই চার দিন তাঁরা এমন কিছু অনুষ্ঠান করতে চাইছেন, যাঁর মধ্যে শুধু প্রতিবাদ কিংবা প্রার্থনা থাকবে। এই কারণেই দীক্ষামঞ্জুরির তরফে এমন অনুষ্ঠান করা হচ্ছে যা শুধুই সমাজ বদলের বার্তা দেবে।

তবে আরজি কর কাণ্ডের জেরে রাজ্যের এমন সংবেদনশীল পরিস্থিতিতে আপাতত লন্ডনে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশনা করতে চাইছেন না তিনি বা তাঁর দল। তাই দুর্গাপুজোর এই চার দিন তাঁরা এমন কিছু অনুষ্ঠান করতে চাইছেন, যাঁর মধ্যে শুধু প্রতিবাদ কিংবা প্রার্থনা থাকবে। এই কারণেই দীক্ষামঞ্জুরির তরফে এমন অনুষ্ঠান করা হচ্ছে যা শুধুই সমাজ বদলের বার্তা দেবে।

  • কি বলেছিলেন ডোনা?

বর্ধমানের একটি নাচের অনুষ্ঠানে গিয়ে আরজিকরের ঘটনা প্রসঙ্গে ডোনা বলেছিলেন, ‘রেপ-টেপ সব জায়গায়ই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’ তারপরেই তাঁকে ঘিরে কার্যত ছিঃ ছিঃ পড়ে যায় চারদিকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর