ট্রাম্পের খোঁচায় আর হল না স্থান! আমেরিকা থেকে “বিতাড়িত” হলেন ভারতীয়রা

বাংলাহান্ট ডেস্ক : ট্রাম্পের অনুপ্রবেশ বিরোধী নীতিতে বেজায় সমস্যায় ভারতীয়রা। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের নিয়ে একটি প্লেন রওনা দিয়েছে ভারতের (India) উদ্দেশ্যে। ২৪ ঘন্টার মধ্যেই সেই প্লেনটি ল্যান্ড করবে ভারতে। ইতিমধ্যেই অভিবাসীদের সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।

বেকায়দায় পড়েছে ভারত (India)

এমনকি ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প কেন এরকম নীতি গ্রহণ করলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।সংবাদসংস্থা রয়টার্সের সূত্র জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে ভারতের (India) উদ্দেশ্যে রওনা হয়েছে। এক মার্কিন সামরিক কর্তার কথায়, অভিবাসীদের ফেরত পাঠাতে যতগুলি বিমান আমেরিকা থেকে ছেড়েছে তার মধ্যে সবথেকে দূরে ভারত। 

আরোও পড়ুন : মমতার নির্দেশের পরেই ‘অ্যাকশন’! জল চুরি করলে এবার সোজা FIR! নেওয়া হল কড়া সিদ্ধান্ত

তাই ভারতে (India) পৌঁছতে অভিবাসীদের ২৪ ঘন্টা সময় লেগে যাবে। প্রসঙ্গত, অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমানগুলি ছাড়ছে এল পাসো, টেক্সাস, সান দিয়েগো এবং ক্যালিফোর্নিয়া থেকে। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসার পরই ডোনাল্ড ট্রাম্প  ‘অনুপ্রবেশকারী হঠাও অভিযান’ শুরু করেন।

Donald Trump action against India

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শত শত অভিবাসীকে সামরিক বিমানে করে আমেরিকা থেকে দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। অভিবাসীদের নিয়ে এখনো পর্যন্ত ৬ টি বিমান উড়েছে মার্কিন মূলক থেকে। মূলত লাতিনা আমেরিকার দেশগুলির অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে এই বিমানের মাধ্যমে।

আরোও পড়ুন : সুপ্রিম কোর্টে চলছে মামলা! এরই মধ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ৩০ জনের সরকারি চাকরির অভিযোগ

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া প্রথমে অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করে। যদিও পড়ে ট্রাম্প (Donald Trump) প্রশাসনের হুঁশিয়ারিতে নরম হয় কলম্বিয়া। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাথে গত সোমবার একাধিক বিষয় নিয়ে ফোনে বার্তালাপ হয় ট্রাম্পের।

তারপর মার্কিন প্রেসিডেন্ট জানান, “অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।” জানা যাচ্ছে, মার্কিন প্রশাসন প্রায় ১৮ হাজার ভারতীয়কে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত করেছে। তারপরই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ট্রাম্প প্রশাসন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর