বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টের পদে বসলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর প্রত্যাবর্তন করেই প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক পরিবর্তন করে চলেছেন তিনি। ইতিমধ্যেই মন্ত্রীসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেছেন ট্রাম্প (Donald Trump)। বেশ কয়েকজন ভারত ঘনিষ্ঠ এবং ভারতীয় বংশোদ্ভূতদের নামও রয়েছে তালিকায়। এদিকে পছন্দের ব্যক্তিদের নাম ঘোষণা হতে না হতেই প্রাণনাশের হুমকিও পেয়ে গেলেন তাঁরা!
হামলার হুমকি পেলেন ট্রাম্পের (Donald Trump) মন্ত্রীসভার সদস্যরা
যেমনটা জানা যাচ্ছে, বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ট্রাম্পের (Donald Trump) নতুন মন্ত্রীসভার সদস্যদের। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে এফবিআই। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন মন্ত্রীসভার মনোনীত সদস্যদের মঙ্গলবার রাত এবং বুধবার সকালে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও ভুয়ো ফোনকলের মাধ্যমে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হয়েছে তাঁদের।
তদন্তে নামল এফবিআই: তদন্তে নেমে এফবিআই আধিকারিকরা জানিয়েছেন, এই হুমকি গুলো মোটেই হালকা ভাবে নিচ্ছেন না তাঁরা। বরং যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করা হচ্ছে। যাঁরা হুমকি দিয়েছেন তাঁদের চিহ্নিত করার প্রচেষ্টা করা হচ্ছে। দরকার হলে মন্ত্রীসভার (Donald Trump) হুমকি পাওয়া সদস্যদের নিরাপত্তাও আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
আরো পড়ুন : বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসছেন ভারতে! হচ্ছে বিপুল আয়, বড় প্রভাব অর্থনীতিতে
কারা পেয়েছেন হুমকি ফোন: সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়া এলিস স্টেফানিক পেয়েছেন হুমকি। পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে মনোনীত হওয়া লি জেলডিন পেয়েছেন হুমকি ফোন। তবে আর কারা কারা হুমকি পেয়েছেন তা প্রকাশ্যে আসেনি। কারা হুমকি দিয়েছেন তা জানতেও চলছে তদন্ত।
আরো পড়ুন : বাংলাদেশে কিছুতেই নিষিদ্ধ হবে না ইসকন! রিজ পিটিশন খারিজ করে কি জানাল হাইকোর্ট?
প্রসঙ্গত উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার সভায় হামলার মুখে পড়েছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত ১৩ ই জুলাই পেনসিলভেনিয়ার ভরা সভায় হামলা হয়েছিল ট্রাম্পের উপর। গুলি চালানো হয়েছিল তাঁর উপর। তবে তাঁর ডান কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি। অল্পের জন্য সে যাত্রা রক্ষা পান ট্রাম্প। তাই এই হুমকি গুলো গুরুত্ব দিয়ে বিচার করছে এফবিআই।