প্রথমে হুমকি, পরে বন্ধুত্ব! পালটি খেয়ে এবার চিনের প্রতি অনুরাগ ট্রাম্পের, চাপে পড়বে ভারত?

বাংলা হান্ট ডেস্ক: আগামীকাল অর্থাৎ ২০ জানুয়ারি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। তিনি আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল শপথ গ্রহণ করবেন। এদিকে, রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় মেয়াদ। তবে, এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পরই তিনি চিনে সফর করতে পারেন। ইতিমধ্যেই একটি মিডিয়া রিপোর্টে এই বিষয়টি সামনে এসেছে। যেখানে জানানো হয়েছে যে, ট্রাম্প এবার চিনের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে চান।

কি পরিকল্পনা ট্রাম্পের (Donald Trump):

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পর চিন সফরে যেতে চান ট্রাম্প (Donald Trump)। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। তবে, সম্প্রতি ট্রাম্প চিনা আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এরপর দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু, এখন অনুমান করা হচ্ছে যে এই পরিস্থিতি কিছুটা বদলেছে।

Donald Trump affection for China increased.

ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে জিনপিংকে আমন্ত্রণকে জানিয়েছেন: এদিকে, ভারত নিয়েও ট্রাম্পের (Donald Trump) পরিকল্পনা রয়েছে। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ভারতেও আসতে পারেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্ভাব্য ভারত সফরের বিষয়ে তিনি তাঁর উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন। এদিকে জানা গিয়েছে যে, ট্রাম্প তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে, চিনা নেতারা কখনোই বিদেশি নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন না।

আরও পড়ুন: অদম্য জেদেই হল বাজিমাত! UPSC-তে প্রথম প্রচেষ্টায় IPS, ফের পরীক্ষা দিয়ে হলেন IAS, নজির গড়লেন গরিমা

এদিকে, ট্রাম্পের (Donald Trump) আমন্ত্রণের পর জিনপিং ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাঠিয়েছেন। এমতাবস্থায়,এই প্রথম কোনও চিনা আধিকারিক মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। অপরদিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আসলে, ট্রাম্প একদিন আগেই জিনপিংয়ের সঙ্গে কথা বলেছিলেন।

আরও পড়ুন: সফলভাবে লঞ্চ হল ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট পিক্সেল! প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফোনে জিনপিংয়ের সাথে কথা বলেছেন: ওই কথোপকথনের পর ট্রাম্প বলেন, জিনপিংয়ের সঙ্গে তাঁর কথোপকথন খুবই ভালো হয়েছে। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন যে, “আমি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। আমি আশা করি যে একসাথে আমরা অনেক সমস্যার সমাধান করব এবং অবিলম্বে এটি শুরু করব।” ট্রাম্প আরও জানান, “আমি জিনপিংয়ের সাথে বাণিজ্য, ফেন্টানাইল, টিকটক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই আলোচনা উভয় দেশের জন্যই ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প বলেন, “জিনপিং এবং আমি বিশ্বকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর