বাংলাহান্ট ডেস্ক : আমেরিকাকে পুনরায় ‘শ্রেষ্ঠ’ করে তোলার লক্ষ্য নিয়ে হাত মিলিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং এলন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারেও মাস্কের মুখে শোনা গিয়েছিল, ট্রাম্প স্তুতি এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিন্দা। ট্রাম্প জিততে তাঁর প্রশাসনে বড়সড় দায়িত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের আগেই দুজনের মধ্যে দেখা দিল বিবাদ।
ট্রাম্প-মাস্ক বন্ধুত্বে ফাটল (Donald Trump)
উল্লেখ্য, ‘মেক ইন্ডিয়া গ্রেট ইন্ডিয়া এগেইন’ স্লোগান দিয়ে দ্বিতীয় বার মসনদে বসার জন্য নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একই লক্ষ্য নিয়েই এগোচ্ছিলেন তাঁরা। কিন্তু সমস্যার সূত্রপাত হয় ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণনের নিয়োগকে কেন্দ্র করে। ট্রাম্প প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এর নেতৃত্বের ভার দেওয়া হয়। সেখান থেকেই ট্রাম্প (Donald Trump) বনাম মাস্কের মন কষাকষির সূত্রপাত।
কী থেকে বিরোধের সূত্রপাত: এর আমেরিকায় আগে মেধাবী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার বিষয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে।এদিকে এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রথম থেকেই মতের অমিল লক্ষ্য করা গিয়েছে ট্রাম্প (Donald Trump) এবং মাস্কের। উল্লেখ্য, এলন মাস্ক নিজেও এইচ বি ১ ভিসায় আমেরিকায় অভিবাসন নিয়েছিলেন।
আরো পড়ুন : নাটকের শেষ নেই! জোর করে ঢুকে পড়েন বিপাশা, স্মৃতি হাতড়ে ‘জঘন্য’ বললেন মিকা!
কী মত এলন মাস্কের: মাস্ক বলেন, টিমকে চ্যাম্পিয়ন বানাতে হলে সেরা প্রতিভাদের নিয়োগ করতেই হবে। মাস্কের মতো বিবেক রামস্বামীর মতে, আমেরিকার লোকজন নাকি বরাবর মাঝারি মানের প্রতিভাদের বেশি কদর করে এসেছে। এদিকে এই মত নিয়েই ট্রাম্প (Donald Trump) শিবিরের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে মাস্ক অনুগামীদের।
আরো পড়ুন : কাজাখস্তানের পর দক্ষিণ কোরিয়া! ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ১৭৯, ভিডিও দেখলে আঁতকে উঠবেন
নতুন বছরের শুরুতেই দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই যেভাবে দুই শিবিরের মধ্যে ফাটল চওড়া হচ্ছে তাতে চিন্তা বাড়ছে ওয়াকিবহাল মহলের।