বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় বারের জন্য আমেরিকার ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। আর গদিতে বসেই শুরু করে দিয়েছেন অ্যাকশন। ইতিমধ্যেই একাধিক দেশের থেকে আমদানিকৃত পণ্যের উপরে চড়া হারে শুল্ক বসিয়েছেন তিনি। বুধবারই মার্কিন সফরে যাচ্ছেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ফের অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের পণ্যের উপরে নতুন করে শুল্ক বসানোর কথা ঘোষণা করে দিলেন ট্রাম্প।
মোদীর (India) সফরের আগেই বড় ঘোষণা ট্রাম্পের
ট্রাম্পের সঙ্গে বরাবর ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক বজায় রাখতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। কিন্তু প্রশাসনিক কূটনীতির মাঝে বন্ধুত্বকে পরোয়া করেননি মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় ফিরেই ‘বন্ধু’ দেশের (India) উপরে অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। তা নিয়ে বিতর্কের মাঝেই এবার মার্কিন সফরে যাচ্ছেন মোদী।
বৈঠক হবে দুই প্রধানের: উল্লেখ্য, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকেননি নরেন্দ্র মোদী। তবে এবারে তাঁর আমেরিকা সফরের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার মোদী ট্রাম্প বৈঠকে অভিবাসন এবং নয়া শুল্ক নীতি উঠে আসতে পারে আলোচনায়। কিন্তু তার আগেই ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।
আরো পড়ুন : দুর্নীতিতে লজ্জার পরিসংখ্যান! সমগ্র বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের, কোথায় দাঁড়িয়ে ভারত?
কী ঘোষণা করেছেন ট্রাম্প: উল্লেখ্য আমদানি করা ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প। আর এর জেরেই ভারতীয় (India) বাণিজ্যে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ উচ্চ শুল্ক হারের কারণে মার্কিন সংস্থাগুলি মুখ ফেরাবে ভারতের (India) থেকে। চিন সেই সুযোগে সস্তার অ্যালুমিনিয়াম, ইস্পাতে ছেয়ে ফেলবে বাজার। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে, ২০১৮ সালে আমেরিকা ৩১.১ বিলিয়ন ডলারের অ্যালুমিনিয়াম এবং ইস্পাত আমদানি করেছিল। তখন থেকেই শুরু ‘বাণিজ্য যুদ্ধ’।
আরো পড়ুন : বিতর্কিত ব্যক্তিজীবন, রহস্যে ঘেরা মৃত্যু, বড়পর্দায় মহুয়াকে ফুটিয়ে তুলবেন এই জনপ্রিয় নায়িকা
২০২৪ এ এই মূল্য বেড়ে দাঁড়ায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে। বিশেষজ্ঞ মহলের মতে, ট্রাম্পের নয়া শুল্কনীতিতে বাজারে নতুন করে প্রতিযোগিতা তৈরি হলে ভারতকে পণ্য রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।