যদি ড্রাগন দোষী হয়, তাহলে ভুগতে হবে পরিণাম! আরও একবার চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার (America) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আরও একবার চিনকে (China) কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি করোনা ভাইরাসের জন্য চিন দায়ি হয়, তাহলে তাদের পরিণাম ভুগতেই হবে। ট্রাম্প হোয়াইট হাউসে মিডিয়ার সাথে কথা বলার সময় আরও একবার চিনের উপর হামলা করে। এর সাথে সাথে উনি আমেরিকার তরফ থেকে নেওয়া পদক্ষেপের প্রশংসাও করেন।

xi trump 1523439827

ট্রাম্প বলে, ‘জার্মানি বাদ দিয়ে আমেরিকা অন্য দেশের তুলনায় স্বাস্থ সেবায় ভালো কাজ করেছে। প্রতি ব্যাক্তির হিসেবে আমাদের এখানে মৃত্যুর হাড় অন্য দেশ বিশেষ করে পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম। আমেরিকার তুলনায় ফ্রান্স, ইতালি, ব্রিটেন আর স্পেনের মতো দেশে মৃত্যুর হার বেশি কিন্তু আপনারা সেখানকার ব্যাপারে শুনতে পারবেন না। আপনাদের শুধু আমেরিকার বিষয়েই বলা হয়।”

উনি বলেন, ফেক নিউজে বিশ্বাস করলে মৃত্যু দরে আমেরিকা এক নম্বর স্থানে আছে, কিন্তু আমরা প্রথম স্থানে নেই, প্রথমে আছে চিন। ওই দেশে আমাদের থেকে বেশি মৃত্যু হয়েছে এটা আমি জানি, আপনারাও জানেন আর ওরাও জানে। কিন্তু আপনারা এই নিয়ে কথা বলবেন না, কিন্তু আমি একদিন আপনাদের বলবই।

TRUMP 0000000000000000000

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা সেই খবরে নজর দিয়ে আছে, যেখানে গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন নেওয়া করোনা ভাইরাস চিনের শহর বুহান এর ল্যাব থেকে সৃষ্টি হওয়া দাবি করছে। ট্রাম্প এই কথা তখন বলেন, যখন হোয়াইট হাউসে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করেন যে, বুহানের ল্যাবে কোভিড-১৯ এর প্রসারের তদন্ত হবে? তখন ট্রাম্প বলেন, ‘আমরা দেখছি, এই জিনিষে অনেক সত্য তো দেখাই যাচ্ছে।”


Koushik Dutta

সম্পর্কিত খবর