প্রেসিডেন্ট হয়েই বড় ঝটকা দিলেন ট্রাম্প! এই একটি সিদ্ধান্তেই মাথায় হাত ভারতীয়দের

বাংলাহান্ট ডেস্ক : প্রেসিডেন্ট পদে বসার পরই একের পর এক ঘোষণায় মিডিয়ার লাইমলাইট কেড়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মেক্সিকো সীমান্তে মাদক ও অপরাধীদের অনুপ্রবেশ রুখতে মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার। ট্রাম্পের কথায়, আমেরিকায় অবৈধ বসবাসকারীদের তাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়া হবে শীঘ্রই।

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্ল্যান

মার্কিন প্রেসিডেন্টের (Donald Trump) এহেন হুঙ্কারে শুধু মেক্সিকো নয়, কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজার হাজার ভারতীয়রও (Indian)। একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, প্রথম ধাপে প্রায় ১৮ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হতে পারে। বর্তমানে মার্কিন মুলুকে বাস প্রায় ৩ লক্ষ ভারতীয় পড়ুয়ার। এইচ-১বি ভিসায় আমেরিকায় কর্মরত লক্ষাধিক ভারতীয়।

Donald Trump decision for Indian in USA

জানা যাচ্ছে, আমেরিকা (United States of America) ও ভারত (India) যৌথভাবে এমন ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে যাদের কাছে আমেরিকায় থাকার বৈধ কাগজপত্র নেই। এই ১৮ হাজার অবৈধ ভারতীয় বসবাসকারীকে ভারতে পাঠিয়ে দিতে তৎপর আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে দিল্লিও।

আরোও পড়ুন : বাঘ-হাতির দেখাশোনায় বাড়বে কর্ম সংস্থান! নয়া বছরেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মার্কিন সরকার প্রথম পর্বে  ১৭ হাজার ৯৪০ জন ভারতীয়কে ডিপোর্টেশন বা ভারতে পাঠিয়ে দিতে পারে অবৈধ বসবাসকারী হিসাবে। জানা যাচ্ছে, আগামী দিনে ডিপোর্টেশনের তালিকায় যুক্ত হতে পারে আরো অনেক ভারতীয়র নাম। সূত্রের খবর, আমেরিকায় সবথেকে বেশি অবৈধ বসবাসকারীদের তালিকায় শীর্ষে রয়েছে মেক্সিকো।

Donald Trump decision for Indian in USA

তারপর দ্বিতীয় স্থানে সালভাডর এবং তারপরই ভারত। একটি সমীক্ষার দাবি, প্রায় ৭ লক্ষ ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আইসিই-র তথ্য বলছে, ভারত ছাড়াও ইরাক, সুদান, বসনিয়া সহ ১৫ টি দেশের নাম তালিকায় রয়েছে, যেখানকার সরকার অবৈধ বসবাসকারীদের ফেরত নিতে গড়িমসি করছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর