বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার রাতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাদানুবাদের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এরপর জেলেনস্কি হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে গেলে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুতিন শান্তি চাইলেও জেলেনস্কি তা চান না’।
নয়া প্ল্যান কষছে ট্রাম্প (Donald Trump)
এই আবহেই এবার ট্রাম্পের নির্দেশে ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করল আমেরিকা (United States of America)। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বদ্ধপরিকর। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট চান ইউক্রেনের মানসিকতাও তেমনটাই হোক।
আরও পড়ুন : শহুরে ভোটারদের মন পাওয়ার চেষ্টা? জঞ্জাল সাফাইয়ের বিরাট নির্দেশ মমতার
তাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনকে (Ukraine) সামরিক সাহায্য করবে না আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, ট্রাম্প নির্দেশ দিয়ে জানিয়েছেন, জেলেনস্কি (Volodymyr Zelenskyy) এবং ইউক্রেন যতক্ষণ না পর্যন্ত শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করবেন ততক্ষণ সামরিক সহায়তা বন্ধ থাকবে। শান্তি ফেরানোর উদ্দেশ্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ না করা হলে ইউক্রেনকে বিমান, জাহাজ এবং অস্ত্র সরবরাহ করবে না আমেরিকা।
আরও পড়ুন : নির্মাতাদের কান পর্যন্ত পৌঁছালো দর্শকদের দাবি, মাস ঘুরতেই “মুখবদল” জলসার TRP টপার মেগায়!
শুক্রবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে জেলেনস্কিকে ট্রাম্প (Donald Trump) বলেন, ‘আমরা আপনাদের অস্ত্র না দিলে দু সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হয়ে যেত। আমরা আপনাদের কোটি কোটি ডলারের অস্ত্র দিয়েছি’। ট্রাম্পকে পাল্টা জবাব দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ এই কথাটা আমি পুতিনের মুখেও শুনেছি। সাহায্যের জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আসল লড়াইটা ইউক্রেনবাসীই লড়েছে। আমাদের মনোবল অটুট রয়েছে, এবং আমরা আমাদের দেশেই রয়েছি। কোথাও পালিয়ে যাইনি’।
তবে ট্রাম্প-জেলেনস্কি বিবাদে রীতিমত উচ্ছ্বসিত রাশিয়া। রুশ নিরপত্তা পরিষদের উপপ্রধান তথা প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব জেলেনস্কিকে কটাক্ষ করে শনিবার বলেন, ‘অহংকারী বরাহ নন্দনটা হোয়াইট হাউসে বড় থাপ্পড় খেয়েছে’। যদিও এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকার বার্তাই দিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র সহ ইউরোপীয় ইউনিয়ন।