বাংলাহান্ট ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চীনের (china) উহানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে প্রথম থেকেই রুষ্ট। তিনি প্রমান পেয়েছেন উহান ভাইরোলজি পরীক্ষাগারেই প্রথম করোনা ভাইরাস ধরা পরে। অর্থাৎ সেখান থেকেই করোনা ছড়িয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য চীনকে এক ট্রিলিয়ন শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন। করোনা ভাইরাসের ফলে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ এবং মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। আমেরিকায় নাগরিকদের সুরক্ষার জন্য জারী করা হয়েছে লকডাউন অবস্থা। এই সংকটের মধ্যেও আগামী নভেম্বরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চান ডোলান্ড ট্রাম্প। সেই কারণে এই লকডাউন ব্যবস্থা তুলে জনসভা করতেও চাইছেন তিনি।
চীনকে এক ট্রিলিয়ন শুল্ক আরোপ করার নির্দেশ
নির্বাচনের জন্য জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু লকডাউনের জেরে সেই জনসভা করতে পারছেন না ট্রাম্প সরকার। তাই তিনি চাইছেন আমেরিকা থেকে লকডাউন ব্যবস্থা তুলে নিতে। এই কারণে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে নিউ ইয়র্কের গভর্নরের মতপার্থক্য সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন রাজ্যের গভর্নররাও ট্রাম্পের বিরুদ্ধে চলে যায়। আর এরমধ্যে
ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি প্রমাণ পেয়েছেন যে উহান ভাইরোলজি পরীক্ষাগারে করোনাভাইরাস শুরু হয়েছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য চীনকে এক ট্রিলিয়ন শুল্ক আরোপ করতে পারবেন।
করোনাতে আমেরিকায় বেড়েছে বেকারত্ব
মার্কিন রাষ্ট্রপতি চীনকে নতুন শুল্ক দেওয়ার হুমকিও দিয়েছেন। ট্রাম্প বলেছিলেন যে তিনি উওহান ল্যাবকে ভাইরাসের সাথে সংযুক্ত করার প্রমাণ দেখেছেন। এই ভাইরাস বিশ্বব্যাপী ২৩০,০০০ এরও বেশি লোককে হত্যা করেছে। মহামারীটি বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করছে। ৩০ কোটিরও বেশি আমেরিকান বেকারত্বের সুবিধার জন্য দায়ের করেছেন।
ভেজা বাজার কোরোনার কেন্দ্রস্থল
তিনি জানতে পারেন চীনের ওই ল্যাবটি একটি ভেজা বাজারের কাছে অবস্থিত। যা গত বছরের শেষদিকে সংঘটিত প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসাবে চিহ্নিত হয়েছে।আর সেখান থেকেই করোনার আগমন আর সারা দেশ এখন আতঙ্কের নিশানায়।