বাংলা হান্ট ডেস্ক: চিন নিয়ে নিজের স্পষ্ট মনোভাব ফের প্রকাশ করল ভারত (India)। শুধু তাই নয়, ভারত জানিয়ে দিয়েছে যে চিনের (China) সাথে সীমান্তে বিরোধের বিষয়টি দ্বিপাক্ষিক। অর্থাৎ, এতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আসলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবে এই জবাব দিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি।
কি জানিয়েছে ভারত (India):
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন মিস্ত্রি। এদিকে, হোয়াইট হাউসে মোদীর সাথে দেখা করার পর যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত (India)-চিন সীমান্তে সংঘর্ষ কমানোর ক্ষেত্রে সাহায্যের প্রস্তাব করেছিলেন ট্রাম্প।
“আমি সাহায্য করতে চাই…”: ট্রাম্প মিডিয়া ব্রিফিংয়ে জানান, “আমি মনে করি চিন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার মনে হয় তারা আমাদের ইউক্রেন এবং রাশিয়ার সাথে এই যুদ্ধ শেষ করতে সাহায্য করতে পারে। আমি যদি ভারতের দিকে তাকাই, আমি সীমান্তের সংঘর্ষ দেখতে পাচ্ছি যা বেশ নৃশংস… যদি আমি সাহায্য করতে পারি, আমি সাহায্য করতে চাই… আমি আশা করি চিন, ভারত (India), রাশিয়া এবং আমেরিকা, আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ….।”
আরও পড়ুন: একী কাণ্ড! কমতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল রেল
দেওয়া হয়েছে প্রতিক্রিয়া: ট্রাম্পের এই বক্তব্যের ঘন্টাখানেকের মধ্যেই বিদেশ মন্ত্রকের উচ্চ অধকারিক নিজেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিদেশসচিব স্পষ্টভাবে বলেছেন যে, ভারত (India) সবসময় এই ধরণের বিষয়ে দ্বিপাক্ষিক অবস্থান গ্রহণ করেছে। তিনি জানান, “আমাদের যে কোনও প্রতিবেশীর সঙ্গে আমাদের যেই সমস্যাই থাকুক না কেন, আমরা সবসময়ই এই বিষয়গুলি মোকাবিলায় দ্বিপাক্ষিক পন্থা অবলম্বন করেছি।”
আরও পড়ুন: এর আগে কেউ করেনি এমন কাজ! অনুরাগীদের মন জিততে IPL-এর আগেই বড় ধামাকা KKR-এর
প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাম্প এর আগেও ভারত (India) ও চিনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিলেন। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যস্থতাকারী হওয়ার গুঞ্জনও তুলেছেন তিনি। দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বে শান্তিরক্ষকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন ট্রাম্প। শুধু তাই নয়, তিনি মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যন্ত সবকিছু শান্ত করার চেষ্টা করছেন।