“আমেরিকার স্বর্ণযুগ আসছে….”, প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিরাট ঘোষণা ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফের একবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। এমতাবস্থায়, তিনি আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত হচ্ছেন। ফক্স নিউজ অনুসারে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। এএফপি জানিয়েছে, এই ঐতিহাসিক জয়ের পর ট্রাম্প তাঁর প্রথম ভাষণে জানিয়েছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে “ইতিহাস তৈরি হয়েছে”।

প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় ট্রাম্পের (Donald Trump):

জয়ের পর ফ্লোরিডায় তাঁর প্রথম ভাষণে ট্রাম্প (Donald Trump) জানান যে, তিনি এবং তাঁর সমর্থকরা হোয়াইট হাউসের দৌড়ে ইতিহাস তৈরি করেছেন। ট্রাম্প বলেন, “আমরা আজ রাতে ইতিহাস তৈরি করেছি এবং এটি করার পেছনে অন্যতম কারণ আমরা এমন বাধাগুলি অতিক্রম করেছি যা কেউ ভাবতে পারেনি।” ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন, “এটি এমন একটি রাজনৈতিক বিজয়, যা আমাদের দেশ আগে কখনও দেখেনি।”

Donald Trump historic victory in the presidential election in America.

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তাঁর বক্তৃতায় আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে জানান যে, এই মুহূর্তটি দেশটিকে পুনরুদ্ধার করতে সহায়তা করবে। ট্রাম্প তাঁর সমর্থকদের বলেছেন, “আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী সাড়া দিয়েছে। আমরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছি।” ফ্লোরিডায় ট্রাম্প বলেন, “এটি একটি দুর্দান্ত কাজ। এর মতো কোনও কাজ নেই। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনাদের সামনে আমার মতামত তুলে ধরতে কেউ আমাকে বাধা দিতে পারবে না।”

আরও পড়ুন: এবার ভারতে আয়োজিত হবে অলিম্পিক! পাঠানো হল চিঠি, হতে চলেছে স্বপ্নপূরণ

পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে বিজয়ী বক্তৃতা দেওয়ার সময়ে ডোনাল্ড (Donald Trump) তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারকে ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, “এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা, আমাদের দেশ আগে কখনো দেখেনি। আমাকে আপনাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার অসাধারণ সম্মানের জন্য আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।”

আরও পড়ুন: কমলাকে পেছনে ফেলে ক্রমশ এগিয়ে চলেছেন ট্রাম্প! ছুঁয়ে ফেললেন ম্যাজিক ফিগার, স্পষ্ট হচ্ছে ফলাফল

“এটি হবে আমেরিকার স্বর্ণযুগ”: ট্রাম্প (Donald Trump) বলেন, “প্রত্যেক নাগরিক, আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য লড়াই করব। প্রতিদিন, আমি আমার শরীরের প্রতিটি নিঃশ্বাসে আপনাদের জন্য লড়াই করব। যতক্ষণ না আপনাদের সন্তানদেরকে শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা না দিতে পারছি, ততক্ষণ আমি বিশ্রাম নেব না। এটি সত্যিই আমেরিকার স্বর্ণযুগ হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর