বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজের দুই দিবসিয় সফরে আজ ভারতে এসেছেন। আর ওনার এই সফরের শুভারম্ভ গুজরাটের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম (Motera stadium) থেকে শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ মোতেরা স্টেডিয়ামে ভাষণ দেন।
Trump lauds Bollywood with special shout out to 'DDLJ', 'Sholay' at 'Namaste Trump' event
Read @ANI story | https://t.co/wmCf6nXf5w pic.twitter.com/uqKtnE6yr8
— ANI Digital (@ani_digital) February 24, 2020
ওই ভাষণে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ যখন শাহরুখ খান, কাজলের ব্লক ব্লাস্টার হিন্দি সিনেমা DDLJ এবং ভারতীয় সিনেমা জগতের সবথেকে হিট সিনেমা শোলে এর নাম নেন, তখন গোটা মোতেরা স্টেডিয়ামে হাততালি বেজে ওঠে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প হলিউডকে টক্কর দেওয়া বলিউডের কথাও তোলেন।
আমেরিকার রাষ্ট্রপতি নিজের ভাষণে ভারতীয় সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘ভারত প্রতি বছর ২ হাজারেরও বেশি সিনেমা বানায়, আর গোটা বিশ্বে বলিউডের এই সিনেমা গুলো চলে। গোটা বিশ্বে ভাঙরা মিউজিক বিখ্যাত। সবাই DDLJ সিনেমাকে অনেক পছন্দ করেন। ভারত বিশ্বকে সচিন, বিরাট কোহলির মতো বড় খেলোয়াড় উপহার দিয়েছে, গোটা বিশ্বই এই খেলোয়াড়দের খুব পছন্দ করে।”
Trump gives special shout out to Sachin Tendulkar, Virat Kohli
Read @ANI story | https://t.co/cViJZeXhG2 pic.twitter.com/uN2j1bqp1v
— ANI Digital (@ani_digital) February 24, 2020
নিজের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ৮ হাজার কিমি সফর করে এখানে এসেছি, কারণ আমেরিকা ভারতকে খুব ভালোবাসে। ভারত একটি সহনশীল দেশ আর প্রধানমন্ত্রী মোদী চ্যাম্পিয়ন। উনি বলেন, ‘আগামীকাল আমি প্রধানমন্ত্রী মোদীর সাথে দ্বিপাক্ষিক বার্তায় অংশ নেব। ওই বার্তায় আমরা অনেক চুক্তি করব, ভারত আর আমেরিকা ডিফেন্স সেক্টরে এগিয়ে চলেছে, আমরা ভারকে খুব শীঘ্রই খতরনাক মিসাইল আর হাতিয়ার দেব।”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার