বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আপাতত G-7 এর সন্মেলন সেপ্টেম্বর মাস পর্যন্ত পিছিয়ে দিলেন। এর আগে উনি জানিয়েছিলেন যে ভারত (India), অস্ট্রেলিয়া, রাশিয়া আর দক্ষিণ কোরিয়াকে এই বৈঠকের জন্য আমন্ত্রিত করতে চান। আপনাদের জানিয়ে দিই, ৪৬ তম G-7 এর সন্মেলন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১০ জুন থেকে ১২ই জুন হওয়ার কথা ছিল।
রাষ্ট্রপতি ট্রাম্প মিডিয়ার সাথে কথাবার্তার সময় বলেন, G-7 এর সন্মেলন তিনি আপাতত স্থগিত করছেন আর তিনি এই সন্মেলনে আগামী দিনে অন্য দেশ গুলোকেও আমন্ত্রিত করবেন। উনি বলেন, G-7 এর সন্মেলন আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত করছি। আর এই সন্মেলন যখন হবে, তখন ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া আর দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ করতে চাইছি।
হোয়াইট হাউসের সামরিক সঞ্চার নির্দেশক এলিসা অ্যালেক্সান্ড্রা বলেন, এই সন্মেলন আমাদের পারম্পরিক সহযোগীদের একসাথে আনছে, এরফলে সদুর ভবিষ্যতে এটা নিয়ে দৃঢ় আলোচনা করা যেতে পারে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল এর কার্যালয় শনিবার জানায় যে, চ্যান্সেলর এই সন্মেলনে ততদিন অংশ নেবেন না, যতদিন না করোনার প্রকোপ শেষ হচ্ছে।
US President Donald Trump is postponing the G7 summit to September. He also says he wants to invite India, Australia, Russia, and South Korea to the meeting: US Media https://t.co/EDbjizijxu
— ANI (@ANI) May 31, 2020
G-7 বিশ্বের সবথেকে বড় আর সমৃদ্ধ অর্থনীতির সাতটি দেশের মঞ্চ। এরমধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা, ব্রিটেন আর কানাডা আছে। এই দেশগুলোর প্রধানেরা আন্তর্জাতিক অর্থব্যবস্থা সমেত অনেক বিষয়ে প্রতিবছর বৈঠক করেন।
এবছর এই সন্মেলনের আয়োজন আমেরিকায় হওয়ার কথা ছিল। শিখর সন্মেলনে g-7 এর সভাপতি যেকোন এক অথবা দুটি দেশকে আমন্ত্রণ পাঠাতে পারে। গত বছর ফ্রান্সে হওয়া এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।