বাংলা হান্ট ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নাকি কমলা হ্যারিস? কে হতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট? বিগত কয়েক মাস ধরে এই নিয়েই সমগ্র বিশ্বজুড়ে শুরু হয়েছিল তুমুল জল্পনা। তবে, এই প্রশ্নেরই উত্তর এবার ক্রমশ স্পষ্ট হচ্ছে বুধবার। প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করার পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ক্রমশ এগিয়ে চলেছেন ট্রাম্প (Donald Trump):
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই লড়াইতে অনেকটাই এগিয়ে রয়েছেন ট্রাম্প (Donald Trump)। ৫০ টি প্রদেশের মধ্যে বেশিরভাগই রয়েছে তাঁর দখলে। বেলা ১২ টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোন্টানা থেকে শুরু করে উটাহ, টেক্সাস, কানসাস, মিসিসিপি, টেনেসি সহ অধিকাংশ প্রদেশেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এগিয়ে রয়েছেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দুই অন্যতম প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং কমলা হ্যারিসের মধ্যে কে জিতবেন সেটি সরাসরি ভোটারদের ভোটে নির্ধারিত হবে না। বরং, এই জয় নির্ধারিত হবে এক একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। অর্থাৎ সহজ কথাই বলতে গেলে, আমেরিকার ৫০ টি প্রদেশের একটিতে জয় হওয়ার মানে হল ওই প্রার্থী সেই প্রদেশের সবকটি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যাবেন।
আরও পড়ুন: বিরাটের জন্মদিনে সবাইকে চমকে দিলেন বাবর আজম, তুমুল হইচই অনুরাগীদের মধ্যে, কেসটা কি?
এদিকে, ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা হল ৫৩৮। যার মধ্যে জাদুসংখ্যা তথা ম্যাজিক ফিগার হিসেবে বিবেচিত হচ্ছে ২৭০। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ম্যাজিক ফিগারই এবার ছুঁয়ে ফেললেন ট্রাম্প (Donald Trump)। যার ফলে এই নির্বাচনী লড়াইয়ের ফলাফল এবার ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: রোহিত শর্মার পর কে হবেন ভারতের টেস্ট দলের অধিনায়ক? নাম জানলে হয়ে যাবেন “থ”
শুধু তাই নয়, অনুমান করা হচ্ছে যে ট্রাম্প (Donald Trump) সহজেই ৩০০ থেকে ৩০৬-এ পৌঁছে যেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এখনও পর্যন্ত কমলার দখলে রয়েছে ওয়াশিংটন, ক্যালিফর্নিয়া, কলোরাডো, ইনি নয় নিউইয়র্ক, নিউ জার্সির মতো প্রদেশগুলি।