নিজের চুল নিয়ে অত্যন্ত চিন্তায় ডোনাল্ড ট্রাম্প, বদলাতে চাইছেন আমেরিকান আইন

বাংলাহান্ট ডেস্কঃ চুলই যখন সৌন্দর্য, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার সেই তালিকায় নথিভুক্ত করলেন নিজের নাম। নিজের চুল পছন্দ করেন না এমন মানুষ বিরল। নারী পুরুষ নির্বিশেষে সকলেই নিজের কেশের পরিচর্যায় মগ্ন থাকেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের চুল নিয়েই পড়েছেন মহা বিপাকে।

ট্রাম্পের চুল বিভ্রাট
নিজের চুল নিয়ে খুবই যত্নবান ডোনাল্ড ট্রাম্প। সর্বদাই তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পচ্ছন্দ করেন তিনি। বেশিরভাগ সময়ই বিভিন রকম সৌখিন হেয়ার স্টাইলে তাঁকে দেখা যায়। তবে বর্তমানে তাঁর প্রধান সমস্যা হল, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তিনি নিজের চুল ধুতে পারছেন না।

104466932

চাই আরও বেশি জল
আমেরিকার আইন অনুযায়ী স্নানের ক্ষেত্রে বেশি জল অপচয় করা একেবারেই বাঞ্ছনীয় নয়। ১৯৯২ সালের মার্কিন আইন অনুযায়ী, স্নানের সময় মাথা ধোয়ার জন্য শাওয়ার থেকে মিনিটে সাড়ে ৯ লিটারের বেশি জল ব্যবহার করা যাবে না। কিন্তু এই পরিমাণ জল ব্যবহার করে মার্কিন প্রশাসন ট্রাম্প নিজের পছন্দের চুলের পরিচর্যা করতে পারছেন না। তাই এবার থেকে আরও বেশি পরিমাণে জল চাই তাঁর।

RUKFkjFCBryBwLG 800x450 noPad

বদলাতে হবে পুরোন আইন
নিজের প্রয়োজনে বেশি জলের দাবিতে গত মাসেই হোয়াইট হাউসের এক সভায় তিনি অতিরিক্ত জলের দাবী করেন। তিনি জানান ওই পরিমাণ জলে তাঁর চুল ধোওয়া হচ্ছে না। তাই এবার থেকে পুরো আইন বদলের সময় হয়েছে। কিন্তু আমারিকার পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাম্পের এই সিদ্ধান্ত মানতে নারাজ। তারা জানিয়েছেন, আইনের পরিবর্তন করতে হলে ট্রাম্পকে আদালতে লড়তে হবে।


Smita Hari

সম্পর্কিত খবর