একজন খাঁটি মার্কিনী, প্রতিপক্ষের শরীরে আবার ভারতীয় রক্ত! দুই প্রার্থীর উত্থান কিভাবে হয় জানেন?

বাংলাহান্ট ডেস্ক: লড়াইটা যেন শ্বেতাঙ্গ বনাম অশ্বেতাঙ্গের। আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা দেবী হ্যারিস (Donald Trump-Kamala Harris)। অনেকেই হয়ত জানেন না ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা দেবী হ্যারিসের শরীরে বইছে ভারতীয় রক্ত। তার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প যাকে বলে খাঁটি আমেরিকান। শেষ মুহূর্তে মার্কিনীরা প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন সেটা সময় বলবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেখুন দুই প্রার্থীর (Donald Trump-Kamala Harris) জীবনপঞ্জি

কমলা দেবী হ্যারিস (Kamala Harris) 

কমলা দেবী হ্যারিস (Kamala Harris) বর্তমানে সামলাচ্ছেন আমেরিকার উপরাষ্ট্রপতির দায়িত্ব। ২০ অক্টোবর, ১৯৬৪ সালে ওকল্যান্ড ক্যালিফোর্নিয়ায় জন্ম কমলা হ্যারিসের। আমেরিকার প্রথম আফ্রিকান আমেরিকান এবং প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা। কমলার মা শ্যামলা গোপালান ছিলেন ভারতীয়।

তিনি ছিলেন বায়োমেডিকাল বিজ্ঞানী। কর্মসূত্রে আমেরিকায় গিয়ে শ্যামলা গোপালালের পরিচয় হয় ডোনাল্ড জে. হ্যারিসের সাথে। ডোনাল্ড জ্যাসপার হ্যারিস ছিলেন একজন জ্যামাইকান-আমেরিকান অর্থনীতিবিদ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক। সেই শ্যামলা ও ডোনাল্ড জ্যাসপার হ্যারিসেরই সন্তান কমলা দেবী হ্যারিস।

 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বিএ) ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (জেডি) প্রাক্তনী কমলা পেশাজীবন শুরু করেন ক্যালিফোর্নিয়া বার থেকে। সুদক্ষ আইনজীবী হিসেবে প্রসিদ্ধ হয়ে ওঠেন। সান ফ্রান্সিসকোর জেলা অ্যাটর্নি হিসাবে কমলা নির্বাচিত হন ২০০৩ সালে। তারপর ২০১০ ও ২০১৪ সালে পুনরায় ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন কমলা।

kamala harris shares childhood picture with mother 034813251 16x9 0 1

দ্বিতীয় আফ্রিকান আমেরিকান মহিলা এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসাবে ২০১৬ সালে কমলা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে কাজ করেন। স্বাস্থ্যসেবা সংস্কার, গাঁজার ফেডারেল ডি-শিডিউলিং, অনথিভুক্ত অভিবাসীদের নাগরিকত্বের উপায়, ড্রিম অ্যাক্ট, অ্যাসল্ট অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা এবং প্রোগ্রেসিভ ট্যাক্স সংস্কারের পক্ষে কমলার বক্তব্য বেশ প্রভাব ফেলেছিল মার্কিন রাজনীতিতে।

আরোও পড়ুন : ‘লাদেনকে প্রশিক্ষণ দিয়েছিলেন সন্দীপ ঘোষ’! আদালতে দাঁড়িয়ে আইনজীবী যা বললেন … তোলপাড়

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) 

অপরদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) অতীতেও সামলেছেন মার্কিন রাষ্ট্রপতির পদ। রাজনীতি ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের অবাধ বিচরণ ব্যবসায়িক ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যক্তি ট্রাম্প। বাবার অনুপ্রেরণায় পড়াশোনা শেষ করে ট্রাম্প যুক্ত হন পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসার সাথে।

দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা হিসাবেও সুখ্যাতি রয়েছে এই প্রেসিডেন্ট পদপ্রার্থীর। বর্তমানে রিয়েল এস্টেট সেক্টর ও মিডিয়া জগতের অন্যতম টাইকুন ডোনাল্ড ট্রাম্প। ক্যারিয়ারের মতো ট্রাম্পের ব্যক্তিগত জীবনও বারবার লাইম লাইটে উঠে এসেছে।

Donald Trump-Kamala Harris

ডোনাল্ড ট্রাম্প তিনবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তবে অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেশ আলোরন ফেলেছিল। ডোনাল্ড ট্রাম্পের একাধিক নারীসঙ্গ বারবার তাঁকে ফেলেছে বিতর্কের মুখে। ম্যানহাটনের একটি গ্র্যান্ড জুরি ৩৪টি জালিয়াতির অভিযোগে ট্রাম্পকে অভিযুক্তও করে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর