অবাক কাণ্ড! অবলীলায় মাস্কের পায়ে চুমু খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : সোমবার সাতসকালে তুলকালাম কাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের অফিসে। অফিসের প্রতিটি টিভিতে চলছে একটিই মাত্র ভিডিও। মার্কিন ধনকুবের তথা আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান এলন মাস্কের পদযুগল চুম্বন করছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! সঙ্গে আবার লেখা, ‘লং লিভ দ্য রিয়েল কিং’। এই ভিডিও ঘিরেই ধুন্ধুমার কাণ্ড মার্কিন মুলুকে।

মাস্কের পায়ে চুমু খেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)

ঘটনা সোমবার সকালের। প্রেসিডেন্ট পদে ফেরত এসেই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা বাতিল করেছেন ট্রাম্প (Donald Trump)। সপ্তাহের প্রথম দিনই তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সকাল সকাল অফিসে চলে এসেছিলেন। কিন্তু অফিসে ঢুকে টিভি চালাতেই সকলের বিষম খাওয়ার দশা। রবার্ট সি উইভার ফেডেরাল বিল্ডিং এবং ক্যাফেটেরিয়া এলাকা সহ অফিসের সর্বত্র সবকটি টিভিতেই পাঁচ মিনিটের লুপে অনবরত চলে ওই ভিডিও, যেখানে দেখা যায় মাস্কের পায়ে দারুণ উৎসাহ নিয়ে চুমু খাচ্ছেন ট্রাম্প (Donald Trump)।

Donald trump kissing elon musk feet video going viral

কে ঘটাল এমন কাণ্ড: আদৌ কি ভিডিওটি সত্যি? না, আসলে এটি তৈরি কলা হয়েছে ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্য নিয়ে। কিন্তু কে ঘটাল এমন ‘দুঃসাহসিক’ কাণ্ড? কোথা থেকেই বা এল ভিডিওটি, জানার আগেই তড়িঘড়ি সমস্ত টিভি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনা প্রকৃত কে ঘটিয়েছে তা জানতে তৎপর পুলিশ।

আরো পড়ুন : এক ধাক্কায় বন্ধ ৩ টি মেগা! বিরাট “তোলপাড়” TRP তালিকায়

মুখ খুলল সরকার: অ্যান্টনি লামেসা নামে একটি এক্স অ্যাকাউন্টের দৌলতে মার্কিন দফতরের অফিসে সম্প্রচারিত ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সরকারের (Donald Trump) তরফে বলা হয়েছে, যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা কঠোর শাস্তি পাবে। কিন্তু হঠাৎ এমন ভিডিও কেউ বানালোই বা কেন?

আরো পড়ুন : ফিরল পুলওয়ামার আতঙ্কের স্মৃতি, ভূস্বর্গে ফের জঙ্গি হামলার মুখে ভারতীয় সেনা

আসলে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। ইংল্যান্ডের প্রাচীন তথা বহুল প্রচলিত প্রবচন ‘লং লিভ দ্য কিং’ লিখে মাথায় মুকুট পরা একটি ছবি ব্যবহার করেছিলেন। মনে করা হচ্ছে, এই ‘ডিপফেক’ ভিডিওটির মাধ্যমে ট্রাম্পকে ব্যঙ্গ করে বোঝানো হয়েছে, কে ‘আসল’ রাজা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর